• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ফন গালের পর গিগসও?

    ফন গালের পর গিগসও?    

    তিন বছরের অপেক্ষা ঘুচিয়ে আসা ট্রফিটা পাওয়ার রাতেই এলো খবরটা, ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ছেন লুই ভ্যান গাল। আগামী মৌসুম থেকে রেড ডেভিলদের দায়িত্ব নেবেন হোসে মরিনহো। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ আউটে রদবদল এটুকুতেই সীমাবদ্ধ না-ও থাকতে পারে। ওল্ড ট্র্যাফোর্ডকে বিদায় বলে দিতে পারেন সহকারী ম্যানেজার রায়ান গিগসও।

     

     

    মাঠ থেকে অবসর নেয়ার পর ২০১৩ সাল থেকে আছেন ইউনাইটেডে, সহকারী হিসেবে কাজ করেছেন ডেভিড ময়েস আর ভ্যান গালের। তবে আসছে মৌসুমে হোসে মরিনহোর অধীনে তাঁকে একই দায়িত্বে রাখত্ব আগ্রহী নয় ক্লাব কর্তৃপক্ষ। বরং তাঁকে প্রস্তাব করা হতে পারে কোচিংয়ের অন্য কোনো ভূমিকা।

     

    ওল্ড ট্র্যাফোর্ডে রায়ান গিগসের আলাদা একটা কদর রয়েছে তাঁর অভিজ্ঞতা আর ইউনাইটেডের সাথে সুদীর্ঘ সম্পর্কের জন্য। দুই যুগের খেলোয়াড়ি জীবন শেষে সহকারী কোচ হিসেবে রয়ে গেছেন এখানেই। কিন্তু এ যাত্রায় সে গাঁটছড়া ভেঙে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ৪২ বছর বয়সী ওয়েলসম্যান এবার নিজেই ম্যানেজার হিসেবে ক্যারিয়ার শুরু করতে চাইছেন। তেমনটাই পাকা হলে হয়তো ইউনাইটেডের সাথে গিগসের ২৮ বছরের রসায়ন ভাঙল বলে।