• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    রেকর্ড ম্যান কোহলি, শ্রেয়াসের ঝড়ে নিউজিল্যান্ডের সামনে ভারতের রানের পাহাড়

    রেকর্ড ম্যান কোহলি, শ্রেয়াসের ঝড়ে নিউজিল্যান্ডের সামনে ভারতের রানের পাহাড়    

    ২০২৩ বিশ্বকাপ, ১ম সেমি-ফাইনাল, ভারত-নিউজিল্যান্ড (টস-ভারত/ব্যাটিং)
    ভারত - ৩৯৭/৪, ৫০ ওভার (কোহলি ১১৭, শ্রেয়াস ১০৫, গিল ৮০*, সাউদি ৩/১০০, বোল্ট ১/৮৬)

     

    মুম্বাইতে সেমির একদিন আগে পিচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ম্যাচের আগে কম কথা হয়নি। তবে সেসব নিয়ে আলোচনার সুযোগ না দিয়ে নিজেদের কাজটা দোর্দণ্ড প্রতাপে করে দেখাল ভারত। ভিরাট কোহলি ছাপিয়ে গেলেন নিজের নায়ক শচীন টেন্ডুলকার, তারই উপস্থিতিতে, তারই ঘরের মাঠে। সেই সাথে শ্রেয়াস আইয়ারের ঝড়ো সেঞ্চুরিতে আইসিসি নকআউটে নিউজিল্যান্ড-গেরো খোলার মঞ্চ সাজিয়ে ফেলেছেন ভারত।

    মঞ্চটার ভিত তৈরি করে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিউই পেসারদের তুলোধোনা করে মাত্র ৫.২ ওভারেই দলীয় ৫০ রান হয়ে যায়; যার ৩৮ রানই আসে রোহিতের ব্যাট থেকে। সাউদির স্লোয়ারকে মিড অফের ওপর দিয়ে বেরিয়ে এসে খেলতে গেলে উইলিয়ামসনের দুর্দান্ত ক্যাচে রোহিত ২৯ বলে ৪৭ রানে থামলেও প্রথম পাওয়ারপ্লেতে ৮৪ রান তুলে ফেলে ভারত। মাত্র ১২.২ ওভারেই দলীয় শতরান পূর্ণ হলে গিল শুরু করেন হাত খুলে খেলা, আর কোহলি মনোযোগ দেন প্রান্ত বদলে। ৪১ বলে গিল ফিফটি তুলে নিয়ে ছুটছিলেন সেঞ্চুরির দিকেই। কিন্তু ২৩-তম ওভারে মিড অনে কোহলির ঠেলে দেওয়া বলের ডাকে সাড়া দিতে গিয়ে ইনজুরিতে মাঠ ছাড়েন ৬৫ বলে ৭৯ রানে থাকতে। উইকেটে এসে শ্রেয়াস কিছুটা নড়বড়ে থাকলেও নিজের আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলতে থাকেন, সেই সাথে কোহলিও ফিফটি পেয়ে যান ৫৯ বলে।

    সেখান থেকে শুরু হয়ে শ্রেয়াসের ঝড়। পেসারদেরকে আজ যেই ভঙ্গিতে মিড অনের ওপর দিয়ে একেকটা ছয় মেরেছেন তাতেই ভেঙে গিয়েছে কিউইদের মনোবল। সাথে কোহলির বেরিয়ে এসে খেলা একেকটা শটে যেন বল করার জায়গাই খুঁজে পাচ্ছিলেন না কিউইরা। মাত্র ২৮.১ ওভারে ভারত ২০০ রান পূর্ণ করলে শ্রেয়াস ফিফটি পায় ৩৫ বলে।

    মুম্বাইয়ের অসহ্য গরমে নব্বইয়ের কাছাকাছি গিয়ে খোঁড়াতে থাকেন কোহলি; সেই সুযোগে দারুণ এক স্পেল করেন স্যান্টনার। তবে ৪০ ওভার পার হতেই চলে আসে সেই মাহেন্দ্রক্ষণ। সাউদিকে বেরিয়ে এসে ব্যাকওয়ার্ড স্কয়্যার লেগে বল পাঠিয়ে দুই রানে ১০৬ বলে পেয়ে যান ৫০-তম ওয়ানডে সেঞ্চুরি। এর কিছুক্ষণ আগেই শচীনের এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে এরপর তার ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটাও তিনি নিজের করে নিলেন। যেই কোহলি এর আগে ওয়ানডে বিশ্বকাপের নকআউটে কখনও ফিফটিই পাননি, সেই তিনিই সেঞ্চুরি করে দেখালেন কেন তর্কসাপেক্ষে এই ফরম্যাটে সর্বকালের সেরা। সেঞ্চুরির পর রানের চাকা সচল রাখতে গিয়ে সাউদিকে বেরিয়ে এসে খেলতে গিয়ে ডিপ স্কয়্যার লেগে কনওয়ের কাছে ক্যাচ তুলে কোহলি থামেন ১১৩ বলে ১১৭ রানে। রাহুলকে নিয়ে এরপর ঝড় চালিয়ে শ্রেয়াস সেঞ্চুরি পেয়ে যান মাত্র ৬৭ বলে। বোল্টর স্লোয়ার মাঠছাড়া করতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়ে ৭০ বলে তিনি ১০৫ বলে থামলে শেষদিকে রাহুল ২০ বলে ৩৯* রান করে কিউইদের দম ফেলার সুযোগ দেননি। শেষ ১০ ওভারে তাই ১১০ রান তুলে ভারত গড়েছে নকআউটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।