• ফুটবল, অন্যান্য
  • " />

     

    গাভি, কর্তোয়া, পেরিসিচ: ইনজুরির জন্য ইতোমধ্যে মৌসুম শেষ যাদের

    গাভি, কর্তোয়া, পেরিসিচ: ইনজুরির জন্য ইতোমধ্যে মৌসুম শেষ যাদের    

    রোববার জর্জিয়ার বিপক্ষে ইউরো বাছাইয়ের ম্যাচে হাঁটুর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন স্পেন মিডফিল্ডার গাভি। স্ক্যান শেষে জানা গেছে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে তার, মাঠের বাইরে থাকতে হবে ৭ থেকে ৯ মাসের জন্য। অর্থাৎ এই মৌসুমে আর দেখা যাবে না এই বার্সেলোনা তারকাকে। আগস্টে একইরকম ইনজুরির জন্য পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন দুই রিয়াল মাদ্রিদ তারকা থিবো কর্তোয়া ও এডের মিলিতাও।  

    চোটের জন্য ইউরোপের শীর্ষ লিগগুলোয় আরও অনেক ফুটবলারেরও মৌসুম শেষ হয়ে গেছে ইতোমধ্যে। তাদের তালিকা-

    প্রিমিয়ার লিগ 

    ইউরিয়েন টিম্বার (আর্সেনাল)- এসিএল 

    টাইরন মিংস (অ্যাস্টন ভিলা)- এসিএল 

    ইভান পেরেসিচ (টটেনহাম)- এসিএল 

    ক্রিস বাশাম (শেফিল্ড ইউনাইটেড)- ভাঙা পা 

    লা লিগা 

    থিবো কর্তোয়া (রিয়াল মাদ্রিদ)- এসিএল 

    এডের মিলিতাও (রিয়াল মাদ্রিদ)- এসিএল 

    টমাস লেমার (অ্যাটলেটিকো মাদ্রিদ)- গোড়ালি   

    গাভি (বার্সেলোনা)- এসিএল 

    ইরেমি পিনো (ভিয়ারিয়াল)- এসিএল 

    আলেক্সান্দার সেডলার (আলাভেজ)- এসিএল 

    মাওরো আরামবারি (গেটাফে)- এসিএল 

    সিরি আ 

    দোদো (ফিওরেন্তিনা)- এসিএল 

    এল বিলাল তোরে (আটালান্টা)- টেন্ডন 

    পার সুয়েস (তুরিনো)- এসিএল 

    সার্হিও কালাই (ফ্রজিনোন)- এসিএল