• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কারা উঠেছে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬তে? কার সামনে কী সমীকরণ?

    কারা উঠেছে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬তে? কার সামনে কী সমীকরণ?    

    শেষ হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের পঞ্চম রাউন্ড। কারা উঠে গেছে শেষ তে? কাদের এখনো আশা আছে? 

     

    কারা শেষ ১৬তে? 

    মোত ১২টি দল নিশ্চিত করে ফেলেছে শেষ ১৬। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো, রিয়াল সোসিয়েদাদ স্পেন থেকে। বায়ার্ন, ডর্টমুন্ড, লাইপজিগ জার্মানি থেকে। ইংল্যান্ড থেকে ম্যান সিটি ও আর্সেনাল। ইতালি থেকে ইন্টার মিলান ও লাৎসিও। আর এর বাইরে ডাচ ক্লাব পিএসভি। 

     

    কার কী করতে হবে? 

    বড় ক্লাবের মধ্যে ম্যান ইউনাইটেড আছে খাদের কিনারে। নিজেদের শেষ ম্যাচে শুধু বায়ার্নকে হারালেই চলবে না, গ্যালাতাসারাই ও কোপেনহেগের ম্যাচও ড্র হওয়া লাগবে। 

    পিএসজির গ্রুপেও যে কেউ উঠতে পারে শেষ ১৬তে। এই গ্রুপ থেকে শুধু ডর্টমুন্ডেরই নিশ্চিত হয়েছে। পিএসজির শেষ ম্যাচে ডর্টমুন্ডকে হারালে তাদেরও নিশ্চিত হবে। ওদিকে নিউক্যাসলকে শুধু এসি মিলানকে হারালেই চলবে না, চাইতে হবে যেন ডর্টমুন্ড পিএসজির কাছে হেরে না যায়। নিউক্যাসলের মতো এসি মিলানেরও সমীকরণ একই।

    শেষ ১৬এর দুয়ারে দাঁড়িয়ে রিয়ালের গ্রুপের ক্লাব নাপোলিরও। শেষ ম্যাচে ব্রাগার কাছে না হারলেই তাদেরও নিশ্চিত হয়ে যাবে শেষ ১৬।

    বার্সেলোনার গ্রুপে পোর্তো ও শাখতার দুই দলেরই পয়েন্ট ৯। শেষ ম্যাচে পোর্তো শাখতারের সাথে ড্র করলেই পরের পর্ব নিশ্চিত হবে, আর শাখতারকে উঠতে হলে পোর্তোকে হারাতেই হবে।