• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    আইপিএল নিলাম, পিএসএল প্লেয়ার্স ড্রাফট : বাংলাদেশ থেকে কারা কারা সুযোগ পেলেন?

    আইপিএল নিলাম, পিএসএল প্লেয়ার্স ড্রাফট : বাংলাদেশ থেকে কারা কারা সুযোগ পেলেন?    

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী আসরের নিলামের প্লেয়ার ড্রাফটে নাম দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। এদের মধ্যে নিলামের জন্য চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন তিন পেসার; মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েও নিলামের তালিকায় চূড়ান্ত হয়েছেন মোট ২১ বাংলাদেশী ক্রিকেটার। 

    আইপিএল

    আগামী আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে এই বছরের ১৯ ডিসেম্বর দুবাইতে। বাঁহাতি পেসার মোস্তাফিজ আছেন সর্বোচ্চ ক্যাটাগরিতে। যেখানে তার ভিত্তিমূল্য দুই কোটি ভারতীয় রূপি। তাসকিন আহমেদের ভিত্তিমূল্য ৭৫ লাখ রূপি। আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ৫০ লাখ রূপির ক্যাটাগরিতে।

    এবার নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়াদের মধ্যে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে কেবল মোস্তাফিজের। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালসের পর দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলেছেন এই বাঁহাতি পেসার। তবে এবার আর মোস্তাফিজকে ধরে রাখেনি দিল্লী। ভারতের স্থানীয় ও বিদেশী মিলিয়ে নিলামে উঠবেন মোট ৩৩৩ জন ক্রিকেটার।  


    পিএসএল

    ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের নবম আসরের প্লেয়ার্স ড্রাফট। ২২ দেশের মোট ৪৮৫ জন নাম দিয়েছেন সেখানে। তিন ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের মোট ২১ জন ক্রিকেটার। তাদের মধ্যে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মুশফিকুর রহিম , মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ আছেন ডায়মন্ড ক্যাটাগরিতে। যেখানে তাদের ভিত্তিমূল্য ৬০ হাজার মার্কিন ডলার। 

    গোল্ড ক্যাটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, শরীফুল ইসলাম। তাদের ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলার। সিলভার ক্যাটাগরিতে থাকা সৌম্য সরকার, সাব্বির আহমেদ মোহাম্মদ মিঠুনদের ভিত্তিমূল্য ১৫ হাজার মার্কিন ডলার। 

     

    ডায়মন্ড ক্যাটাগরি

    তামিম ইকবাল, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ।

    গোল্ড ক্যাটাগরি

    নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, শরীফুল ইসলাম, মোক্তার আলি, নাসুম আহমেদ।

    সিলভার ক্যাটাগরি

    আনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন,মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিপন মন্ডল, সাব্বির রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান, জিয়াউর রহমান।