চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে কারা? নকআউটের ড্র কবে, কে কার মুখোমুখি হতে পারে?
শেষ হয়ে গেল চ্যাম্পিয়নস লিগের এবারের গ্রুপ পর্বের ম্যাচ। এক নজরে দেখে নেওয়া যাক এবারের আসর থেকে কারা উঠল আর শেষ ১৬এর ড্র কবে, কোথায় এবং এটি কীভাবে কাজ করে
কারা উঠল শেষ ১৬তে?
বাছাই:আর্সেনাল, অ্যাটলেটিকো, বার্সেলোনা, বায়ার্ন, ডর্টমুন্ড, ম্যান সিটি, রিয়াল মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদ
অবাছাই: কোপেনহাগেন, ইন্টার মিলান, লাজিও, লাইপজিগ, নাপোলি, পিএসজি, পোর্তো, পিএসভি এইন্দহোভেন
নকআউটের ড্র কখন?
১৮ ডিসেম্বর, সোমবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সুইজারল্যান্ডের নিয়নে হবে শেষ ১৬ এর ড্র।
ড্র কীভাবে কাজ করে?
বাছাইয়ের মানে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়া আটটি দলের কোনোটির প্রতিপক্ষ হবে অবাছাই মানে গ্রুপ পর্বের দ্বিতীয় হওয়া দলের। একই দেশের, বা একই গ্রুপের কোনো দল শেষ ১৬তে মুখোমুখি হতে পারবে না।
১৩-১৪ ফেব্রুয়ারি ও ২০-২১ ফেব্রুয়ারি হবে শেষ ১৬ এর প্রথম লেগ। আর ৫-৬ ও ১২-১৩ মার্চ হবে দ্বিতীয় লেগ