• আইপিএল ২০২৩
  • " />

     

    আইপিএল নিলাম : ইতিহাসের সবচেয়ে দামী স্টার্ক, চেন্নাইতে মোস্তাফিজ

    আইপিএল নিলাম : ইতিহাসের সবচেয়ে দামী স্টার্ক, চেন্নাইতে মোস্তাফিজ    

    আজ দুবাইতে অনুষ্ঠিত হয়েছে আগামী আইপিএলের নিলাম। নিলামের সবচেয়ে দামী ক্রিকেটার হয়েছেন মিচেল স্টার্ক। রেকর্ড ভাঙা ২৪ কোটি ৭৫ লাখ রূপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামের প্রথম ধাপে না উঠলেও দ্বিতীয় ধাপে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের ভিত্তিতে তোলা হয় মোস্তাফিজুর রহমানের নাম। তার ভিত্তিমূল্য ২ কোটি রূপিতেই দলে টেনেছে চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লী ক্যাপিটালসের পর আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি পেলেন মোস্তাফিজ।

    অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স হয়েছিলেন আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ মূল্য পাওয়া ক্রিকেটার। নিলামের পূর্বের সব রেকর্ড ভেঙে ২০ কোটি ৫০ লাখ রূপিতে এই অজি পেসারকে দলে টেনেছে সানরাইজার্স হায়দরাবাদ। tতবে এক ঘণ্টার ব্যবধানে কামিন্সকে সরিয়ে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার হয়ে যান স্টার্ক। গুজরাটের সাথে তুমুল নিলাম যু*দ্ধের পর স্টার্ককে টানে কলকাতা। সর্বশেষ ২০১৫ সালে আইপিএল খেলেছিলেন এই বাঁহাতি অজি পেসার।

    ১৪ কোটি রূপি দাম উঠেছে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের। দিল্লি ও পাঞ্জাবের কাড়াকাড়ির মধ্যে চেন্নাই দলে ভিড়িয়েছে এই টপ অর্ডার ব্যাটারকেও। 

    নিলামের শুরুটা হয়েছিল উইন্ডিজের রভম্যান পাওয়েলকে দিয়ে। ভিত্তিমূল্য ১ কোটি রূপি থাকলেও কলকাতার সাথে রাজস্থানের নিলাম যুদ্ধে সেটা বেড়ে দাঁড়ায় ৭ কোটি ৪০ লাখ রূপি। শেষ পর্যন্ত সর্বোচ্চ দর হাঁকিয়ে উইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ককে নেয় রাজস্থানই। 

     

    আইপিএল নিলামে কার দাম কত, কোথায় গেলেন কে? 

    রভম্যান পাওয়েল, রাজস্থান রয়্যালস, ৭ কোটি ৪০ লাখ রূপি 

    হ্যারি ব্রুক, দিল্লী ক্যাপিটালস, ৪ কোটি রূপি

    ট্রাভিস হেড, সানরাইজার্স হায়দরাবাদ, ৬ কোটি ৮০ লাখ রূপি

    ওয়ানিন্দু হাসারাঙ্গা, সানরাইজার্স হায়দরাবাদ, ৬ কোটি ৮০ লাখ রূপি

    রাচিন রবীন্দ্র, চেন্নাই সুপার কিংস, ১ কোটি ৮০ লাখ রূপি

    শার্দুল ঠাকুর, চেন্নাই সুপার কিংস, ৪ কোটি রূপি

    গেরাল্ড কোটজিয়া, মুম্বাই ইন্ডিয়ান্স, ৫ কোটি রূপি

    হার্শাল প্যাটেল, পাঞ্জাব কিংস, ১১ কোটি ৭৫ লাখ রূপি

    ড্যারিল মিচেল, চেন্নাই সুপার কিংস, ১৪ কোটি রূপি

    আলঝারি জোসেফ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ১১ কোটি ৫০ লাখ রূপি

    মিচেল স্টার্ক, কলকাতা নাইট রাইডার্স, ২৪ কোটি ৭৫ লাখ রূপি

    প্যাট কামিন্স, সানরাইজার্স হায়দরাবাদ, ২০ কোটি ৫০ লাখ রূপি

    শুভম দুবে, রাজস্থান রয়্যালস, ৫ কোটি ৮০ লাখ রূপি

    সামির রিজভী, চেন্নাই সুপার কিংস, ৮ কোটি ৪০ লাখ রূপি

    শাহরুখ খান, গুজরাট টাইটান্স, ৭ কোটি ৪০ লাখ রূপি