মরিনহোর ওপর এখনো চেলসির অধিকার!
লুই ফন গালের বিদায় নিশ্চিত হয়েছে আরও দুই দিন আগে। হোসে মরিনহো ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন, ব্রিটিশ মিডিয়ার মতে ব্যাপারটা এখন শুধুই সময়ের। কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। এখন জানা যাচ্ছে, ইমেজ স্বত্ব নিয়ে জটিলতার কারণে মরিনহোর চুক্তিটা আটকে আছে। মরিনহোর নাম ব্যবহারের অধিকার এখনো চেলসির!
ইএসপিএন জানাচ্ছে, ২০১৩ সালে মরিনহো যখন দ্বিতীয় দফায় স্টামফোর্ড ব্রিজে এসেছিলেন, তখনই তাঁর সঙ্গে চেলসির একটা চুক্তি হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী চেলসির মেগাস্টোরের বিভিন্ন পণ্যে মরিনহোর নাম ব্যবহার করা যাবে। মগ, জার্সি থেকে শুরু করে মোবাইলের কেসিংয়েও। এদিকে চেলসির সঙ্গে মরিনহোর চুক্তি বাতিল হয়ে গেছে ছয় মাস আগেই। কিন্তু ইমেজস্বত্বের অধিকার আছে ২০২৩ সাল পর্যন্ত। ইউনাইটেড মরিনহোকে আনুষ্ঠানিকভাবে কোচ ঘোষণা করতে চাইলে আগে সেই চুক্তি বিষয়ক জটিলতা মেটাতে হবে।
কিন্তু সেই জটিলতা কীভাবে মেটানো যাবে? ইউনাইটেড চাইলে চেলসির ওই চুক্তি বাতিলের জন্য আবেদন করতে পারে। আবার নিজেরাই চেলসিকে অর্থ দিয়ে সেই স্বত্বের দাবি কিনে নিতে পারে। ইউনাইটেড দ্বিতীয় কাজটি করার ব্যাপারেই বেশি উৎসাহী বলে শোনা যাচ্ছে।