সবার ওপরে রোনালদো, দেখে নিন ২০২৩ সালে কার গোল কত
সবার ওপরে থেকে বছর শেষ করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই বছর নিজের শেষ ম্যাচে আল নাসরের হয়ে গোল পেয়েছেন সিআরসেভেন, এ নিয়ে এই বছর তার গোল হলো ৫৪। আপাতত কেউ তাকে এই বছর টপকাতে পারছেন না। কারণ রোনালদোর কাছাকাছি যারা আছেন, এই বছরে আর কেউ মাঠে নামছেন না।
রোনালদোর সবচেয়ে কাছাকাছি ছিলেন দুইজন। কিলিয়ান এমবাপে ও হ্যারি কেইন, এই বছর নিজেদের দেশ ও ক্লাবের হয়ে করেছেন সমানসংখ্যক ৫২ গোল। তবে শীতকালীন বিরতির কারণ ফ্রেঞ্চ ও বুন্দেসলিগা বন্ধ থাকায় বছরের শেষ দিকে আর কেউ মাঠ নামছেন না। এই দুজনের পরেই ৫০ গোল নিয়ে চার নম্বরে আছেন এরলিং হালান্ড। তার সামনে সুযোগ ছিল শীর্ষে যাওয়ার। কিন্তু চোটের জন্য বছরের শেষ দিকে তিনিও মাঠে নামতে পারেননি।
এর আগে মোট চারবার (২০১১, ২০১৩, ২০১৪ ও ২০১৫) সবার ওপরে থেকে বছর শেষ করেছিলেন রোনালদো, সেগুলো ছিল রিয়াল মাদ্রিদের হয়ে। সর্বশেষ ২০১৬ সালে এই বছরের বেশি (৫৫) গোল করেছিলেন রোনালদো।
এই বছর গোলের দিক দিয়ে মেসি বেশ পেছনে আছেন, ৪৪ ম্যাচ খেলে দেশ ও ক্লাবের হয়ে করেছেন ২৮ গোল। রোনালদো প্রতি ৯৬ মিনিটে করেছেন একটি গোল, মেসি করেছেন প্রতি ১৩২ মিনিটে।