• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ডি ভিলিয়ার্স মন পড়তে পারা ব্লাডহাউন্ড!

    ডি ভিলিয়ার্স মন পড়তে পারা ব্লাডহাউন্ড!    

    এই মুহূর্তে তাঁকে অনেকেই বিশ্বের সেরা ব্যাটসম্যান মানেন। সেই বিরাট কোহলিই দুই দিন আগে বলেছেন, এই মুহূর্তে তাঁর কাছে এবি ডি ভিলিয়ার্সই সেরা ব্যাটসম্যান। আর ডি ভিলিয়ার্সেরই দক্ষিণ আফ্রিকান সতীর্থ ডেল স্টেইন এবার বলছেন, এবিডি বোলারদের মন পড়তে পারা ব্লাডহাউন্ডের মতো।

     
    কিন্তু হঠাৎ করে এমন ডি ভিলিয়ার্স বন্দনা কেন? আইপিএলে এবারের আসরে তো কোহলিই বেশি আলো ছড়িয়েছেন। ডি ভিলিয়ার্সের নামটা বেশি করে আসছে গত ম্যাচের কারণে। গুজরাট লায়নসের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু যখন একের পর এক উইকেট হারাচ্ছে, ডি ভিলিয়ার্সই তাদের পথ দেখিয়েছেন। ২৯ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর হাল ধরেছিলেন। শেষ পর্যন্ত ৪৭ বলে ৭৯ রানের দুর্দান্ত এক ইনিংসে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছেন। ওই ম্যাচের পরেই কোহলি বলেছিলেন, ডি ভিলিয়ার্সকে তিনি সেরা বলে মানেন। 


    স্টেইনের সৌভাগ্য, জাতীয় দলে তাঁকে ডি ভিলিয়ার্সের মুখোমুখি হতে হয় না। তবে কাছ থেকে তো অনেক কিছুই দেখেছেন। স্টেইন তাই বলছেন, "ডি ভিলিয়ার্স যখন ক্রিজে থাকে আপনি আগে থেকে কোনো কিছুই অনুমান করতে পারবেন না। কিছুই না।" গুজরাটের সঙ্গে ওই ইনিংসটা ডি ভিলিয়ার্সের অন্যতম সেরা মানছেন, "আমি জানি, সে নিজের সেরা ইনিংসের তালিকা রাখে না। কিন্তু অনেক লোকজন সেটা রাখে। আমি জানি না, তারা এটাকে কোথায় রাখবে। সেরা দশের মধ্যে?"


    তবে স্টেইনের শেষ কথাটা শুনলেই ডি ভিলিয়ার্স বেশি আপ্লুত হবেন, "এবি হচ্ছে মন পড়তে পারা ব্লাডহাউন্ড। সে প্রতিপক্ষের অনুভূতি আগে থেকেই টের পেয়ে যায়। সে আগে থেকেই বুঝতে পারে, তারা কোন কাজটা করবে। সে বুঝতে পেরেছিল গুজরাটের বোলাররা আরেকটা উইকেট নেওয়ার জন্য খুব বেশি চেষ্টা করছে। উল্টো সেটাকেই সে ওদের ওপর চাপ বানিয়ে নিয়েছে। সে আসলেই দুর্দান্ত ছিল। "