২০২৪ সালে বাংলাদেশের ক্রিকেট সূচি: কোথায়, কখন, কার বিপক্ষে?
২০২৪ সালে ক্রিকেট মাঠে ব্যস্ত সময় কাটতে যাচ্ছে বাংলাদেশের। বছরের প্রথম দুই মাসে কোনও আন্তর্জাতিক খেলা না থাকলেও থাকছে বিপিএল। সেটা শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে সিরিজ। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টি ফরম্যাটেই ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশপের অন্তর্ভুক্ত টেস্ট সিরিজগুলোতেও বাংলাদেশের সামনে থাকছে বড় চ্যালেঞ্জ। ভারতের মাটিতে খেলতে যাওয়ার পাশাপাশি প্রায় ৯ বছর পর দক্ষিণ আফ্রিকাকে নিজেদের মাটিতে স্বাগত জানাবে বাংলাদেশ। ব্যস্ত সেই সুচিটাই এক নজরে দেখে নেওয়া যাক।
শ্রীলঙ্কার বাংলাদেশ সফর
ফেব্রুয়ারির শেষদিকে বিপিএল চলাকালীন সময়ে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা দল। ১ মার্চ বিপিএল ফাইনাল শেষ হলে শুরু হবে তাদের পূর্ণাঙ্গ সফরের খেলা। শ্রীলঙ্কার বিপক্ষে এই সময়ে বাংলাদেশ খেলবে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি।
জিম্বাবুয়ের বাংলাদেশ সফর
এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। সিরিজে ২টি টেস্টের পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে থাকবে ৫টি টি-টোয়েন্টি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দল নিয়ে নতুন ফরম্যাটে হতে যাওয়া এই বিশ্বকাপে র্যাঙ্কিংয়ে শীর্ষ দশের ভেতরে থাকায় আগেই কোয়ালিফাই করেছে বাংলাদেশ।
বাংলাদেশের আফগানিস্তান সফর
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে জুলাই থেকে আগস্ট পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে পূর্ণাঙ্গ সফরে যাবে বাংলাদেশ দল। ২০২২ সালে পাঁচ বছরের জন্য আফগানিস্তানের হোম গ্রাউন্ড হিসেবে অনুমোদন পেয়েছিল আরব আমিরাত। সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের সেখানেই সিরিজ খেলার কথা। সিরিজে থাকবে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি।
বাংলাদেশের পাকিস্তান সফর
২০২০ সালের পর আবার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। আগস্ট থেকে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এই সফরে থাকবে শুধু ২টি টেস্ট।
বাংলাদেশের ভারত সফর
২০২২ সালের পর আবারও ভারতের মাটিতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। সেপ্টেম্বর থেকে অক্টোবরে অনুষ্ঠেয় এই সফরে ২টি টেস্টের পাশপাশি থাকবে ৩টি টি-টোয়েন্টি।
দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর
সেই ২০১৫ সালের পর আবার বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা। অক্টোবর থেকে নভেম্বরের মাঝে বাংলাদেশে আসার কথা প্রোটিয়াদের। সফরে থাকবে শুধু ২টি টেস্ট।
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
বছরটা বাংলাদেশ শেষ করবে ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ এক সফর দিয়ে। নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলার কথা সিরিজগুলো। সফরে থাকছে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি-টোয়েন্টি।