• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    "ইউনাইটেড সবচেয়ে রোমান্টিক ক্লাব"

    "ইউনাইটেড সবচেয়ে রোমান্টিক ক্লাব"    

    অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে অফিশিয়ালি লুই ভ্যান হালের স্থলাভিষিক্ত হলেন 'স্পেশাল ওয়ান' হোসে মরিনহো। ইউনাইটেডের সাথে ২০১৬-'১৭ থেকে তিন বছর মেয়াদের চুক্তি সই করেছেন মরিনহো। এর মানে কোন অঘটন না ঘটলে ওল্ড ট্রাফোর্ডে মরিনহোকে দেখা যাবে ২০২০ সাল পর্যন্ত। 

     

     

    মরিনহোর নিয়োগ সম্পর্কে ম্যানচেস্টার ইউনাইটেডের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ড বলেন,"বর্তমান সময়ের সেরা ম্যানেজারদের একজন হোসে এ ব্যাপারে কোন সন্দেহ নেই। ইউরোপের বিভিন্ন দেশে তিনি ট্রফি জিতেছেন এবং অসংখ্য খেলোয়াড়কে তৈরী করেছেন মরিনহো। আর সেই সাথে তাঁর তিনটি প্রিমিয়ার লিগের শিরোপাও আছে যার অর্থ এই লিগকে তাঁর থেকে ভাল খুব কম ম্যানেজারই জানেন। আমি তাঁকে আমাদের ক্লাবে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি তিনি তাঁর সাফল্যের ধারা আমাদের ক্লাবেও বজায় রাখতে সক্ষম হবেন। "

     হোসে মরিনহো তাঁর নিয়োগ সম্পর্কে বলেন," ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হওয়াটা একটা বিরাট সম্মানের ব্যাপার। গোটা বিশ্বে ইউনাইটেডের সমর্থক আর ভক্তদের সংখ্যাই এই ক্লাবের বিশালত্বের সবচেয়ে বড় পরিচায়ক। এই ক্লাবের সাথে বহু বছর ধরেই যে পরিমাণ রোমান্টিকতা ও আকর্ষণ আছে যেটা অন্য কোনো ক্লাবের নেই।"

    "ওল্ড ট্রাফোর্ডের প্রতি সবসময়ই আমার একটা অন্যরকম আকর্ষণ ছিল। আমার ক্যারিয়ারে সবচেয়ে স্মরণীয় কিছু মুহূর্তের সাথে এই মাঠটি জড়িত। প্রতিপক্ষ ম্যানেজার হিসেবে আমি ইউনাইটেডের সমর্থকদের সবসময়ই সম্মান করে এসেছি। আসছে বছরগুলোতে ইউনাইটেডের ম্যানেজার হিসেবে এই ভক্তদেরই পূর্ণ সমর্থন পাব এমনটাই আশা করছি। "

     

    ৫৩ বছর বয়স্ক পর্তুগিজ ম্যানেজার হোসে মরিনহো প্রায় এক যুগ ধরে ইউরোপের বাঘা বাঘা ক্লাবে নিজের মুন্সীয়ানার পরিচয় দিয়ে এসেছেন। ইউরোপের চারটি দেশের(পর্তুগাল, ইংল্যান্ড, ইতালি, স্পেন) লিগ এবং কাপের শিরোপা জেতার পাশাপাশি তাঁর ঝুলিতে আছে দুইটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা(২০০৪ এ পোর্তো এবং ২০১০এ ইন্টার মিলানকে নিয়ে।)। ২০০৩ সালের পর থেকে স্পেশাল ওয়ানের জেতা শিরোপার সংখ্যা ২২। ২০১৫ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চেলসির ম্যানেজারের পদ থেকে বরখাস্ত করা হয় মরিনহোকে। ২৭ মে ২০১৬ তারিখে অফিশিয়ালি ম্যানচেস্টার ইউনাইটেড তাঁদের ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে মরিনহোকে। দেখা যাক আরো একবার প্রিমিয়ার লিগে তিনি তাঁর জাদু দেখাতে পারেন কিনা।