ইউনাইটেডের ওই তিন বছর ভুলিয়ে দিতে চান মরিনহো
তিন বছর শিরোপার জন্য তৃষিত অপেক্ষা একটা ক্লাবের। এর মধ্যে দুই বার চ্যাম্পিয়নস লিগেও দর্শক হয়ে থাকতে হচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেডের এই বিপর্যয়ে হোসে মরিনহো কি ত্রাতা হতে পারবেন? আজ দায়িত্ব নেওয়ার পর স্বঘোষিত "স্পেশাল ওয়ান" সেই আশাবাদই শোনালেন।
"আমার মনে হয় ক্লাবকে আমরা দুই ভাবে দেখতে পারি। একটা হচ্ছে গত তিন বছর আর আরেকটা হচ্ছে ক্লাবের আগের ইতিহাস। আমার মনে হয় আমাদের ঐ তিন বছর ভুলে যেতে পারি। আর আমি জানি, সমর্থকেরাও আমার কাছ থেকে সাফল্যই আশা করছে।’
মরিনহো জানেন, এবার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়ের সামনে দাঁড়িয়ে আছেন। এর আগে যে ক্লাবেই গেছেন, কিছু না কিছু পেয়েছেন। চেলসির হয়ে গত মৌসুমটাই তাঁর সবচেয়ে ভুলে যাওয়ার মতো কেটেছে। মরিনহো সরাসরিই সাফল্যের কথা বললেন, "আমার খুবই ভালো লাগছে। এটা আমার ক্যারিয়ারের ঠিক সময়ে হয়েছে বলেই মনে হচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেড এমন একটা ক্লাব যেখানে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমরা যেটাকে বড় ক্লাব বলি, ইউনাইটেড হচ্ছে সেই ধরনের ক্লাব। আর বড় ক্লাবে দরকার বড় ম্যানেজার। আমার মনে হয় আমি এটার জন্য তৈরি। আমি তাই বলতে পারি আমি খুশি, আমি গর্বিত, আমি সম্মানিত। কিন্তু সত্যিটা হচ্ছে আমি কাজ করতে পছন্দ করি। ৭ তারিখ আসার আগ পর্যন্ত আমার তর সইছে না।"
ইউনাইটেডের প্রতি সবসময় একটা দুর্বলতা ছিল বলেও দাবি করেছেন, "আমি এতোবার ইউনাইটেডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে খেলেছি, সবসময় এই ক্লাবের প্রতি আমার দুর্বলতা ছিল। এমনকি রিয়াল মাদ্রিদের হয়ে এখানে যখন জিতেছি, তখন আমি বলেছিলাম সেরা দলটাই জিতেছে। তখন কিন্তু রিয়ালের অনেকেই আমার ওপর প্রসন্ন ছিল না। "