• অন্যান্য
  • " />

     

    সাদারল্যান্ড, ম্যাকগ্লাশান, জয়েস এবং ২২ গজের ভাই-বোনদের গল্প

    সাদারল্যান্ড, ম্যাকগ্লাশান, জয়েস এবং ২২ গজের ভাই-বোনদের গল্প    

    গত সপ্তায় মোটামুটি চোখের আড়ালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হল উইল সাদারল্যান্ড নামে দীর্ঘদেহী এক ফাস্ট বোলিং অলরাউন্ডারের। যারা বিগ ব্যাশ দেখেন, তাদের কাছে উইল মোটামুটি চেনা নাম, মেলবোর্ন রেনেগেডসদের সবচেয়ে ভরসার একজন প্লেয়ার তিনি বেশ কয়েক সিজন ধরে। কিন্তু যারা বিগ ব্যাশ দেখেন না, কিন্তু নারীদের আন্তর্জাতিক ক্রিকেট দেখেন, তাদের কাছেও সাদারল্যান্ডকে একটু চেনা লাগতে পারে-- ছোট বোন এনাবেলের চেহারা যে হুবহু এক! আজ তাই পড়ে ফেলা যাক আন্তর্জাতিক ক্রিকেটের কিছু ভাই-বোন জোড়ার গল্প।

     

    এনাবেল এবং উইল সাদারল্যান্ডঃ

    এনাবেল এবং উইল সাদারল্যান্ড, ছবিসূত্রঃ সিডনি মর্নিং হেরাল্ড

    বয়সে উইল দু'বছরের মত বড়, কিন্তু এনাবেলের অভিষেক হয়েছে আগে। আগে বলতে বেশ অনেকটুকু আগে, বয়স টিনএজ পেরুনোর আগেই অস্ট্রেলিয়ার হয়ে খেলতে নেমেছিলেন এনাবেল। স্কিডি, বাউন্সি ফাস্ট মিডিয়াম বোলিং আর লোয়ার অর্ডারে বিধ্বংসী ব্যাটিং মিলিয়ে এনাবেল অস্ট্রেলিয়া দলে এসেছিলেন পুরো প্যাকেজ হিসেবে, এখনো সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন প্রচন্ড প্রতিদ্বন্দিতাপূর্ণ অস্ট্রেলিয়া জাতীয় দলে নিজেকে থিতু করার জন্য। উইলও বোনের মত ফাস্ট মিডিয়াম বোলার-লোয়ার অর্ডার ফিনিশার, গত সপ্তায় ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষেক হল তার। সিডনিতে উইলের যখন অভিষেক হচ্ছে, এনাবেল দক্ষিণ আফ্রিকার সাথে খেলছেন এডিলেইডে। দু'জনের বাবার নামও হয়ত শুনে থাকতে পারেন যদি ক্রিকেটের খোঁজ খবর রাখেন আপনি-- জেমস সাদারল্যান্ড ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও ছিলেন সুদীর্ঘদিন।

     

    সারা এবং পিটার ম্যাকগ্লাশানঃ

    কিউই ক্রিকেটার সারা ম্যাকগ্লাশানের অভিষেক হয়েছিল ২০০২এ, নেদারল্যান্ডসের বিপক্ষে। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের হয়ে উইকেট সামলানো সারা হোয়াইট ফার্নদের হয়ে খেলেছেন মূলত স্পেশালিস্ট ব্যাটার হিসেবে, সব মিলিয়ে দু"শোর বেশিবার নিউজিল্যান্ডের জার্সি গায়ে চড়িয়েছেন তিনি। সারা'র তিন বছরের বড় পিটারের আন্তর্জাতিক অভিষেক সারা'র চার বছর পর, শ্রীলঙ্কার বিপক্ষে টিটুয়েন্টি দিয়ে। এরও প্রায় সোয়া দু'বছর পর ভারতের সাথে ওডিআই অভিষেক-- সেটাই প্রথম সিরিজ, সেটাই শেষ। পিটারও বোনের মত উইকেটকিপার-ব্যাটার ছিলেন, তবে সারা'র ক্যারিয়ার যেখানে তেরো বছরের ওপরে, পিটারকে থেমে যেতে হয়েছিল মাত্র ৪টি ওয়ানডে আর এগারোটি টিটুয়েন্টির পরই।

     

     

    লরা এবং গ্যারেথ ডিলেনিঃ

    আইরিশ অধিনায়ক লরা ডিলেনির অভিষেক ২০১০এ, মাত্র সতেরো বছর বয়সে, নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০১৬তে ইসোবেল জয়েস সরে দাঁড়ানোর পর আয়ারল্যান্ডের অধিনায়কত্বের ভার এসে পড়ে লরার তেইশ বছর বয়সী কাঁধে। আট বছর ধরে সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন আয়ারল্যান্ডের সর্বকালের সেরা নারী অলরাউন্ডারদের একজন লরা। আয়ারল্যান্ডের হয়ে ৬০টি ওডিআই আর ১০২টি টিটোয়েন্টি খেলেছেন এই ফাস্ট মিডিয়াম বোলিং অলরাউন্ডার, পেয়েছেন আয়ারল্যান্ডকে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার সম্মান। লরা'র পাঁচ বছরের ছোট গ্যারেথ আয়ারল্যান্ড পুরুষ দলের হয়ে অভিষিক্ত হয়েছেন ২০২০এ, তিন বছরের কিছু বেশি সময়ে খেলেছেন ২১টি ওডিআই এবং ৬৪টি টিটোয়েন্টি। বোন ফাস্ট মিডিয়াম বোলিং অলরাউন্ডার হলেও ভাই খেলেন মূলত ব্যাটার হিসেবে, সাথে হালকা লেগস্পিন করেন।

     

    টেরি এবং ডেনিস অল্ডারম্যানঃ

    "স্মাইলিং আসাসিন" টেরি অল্ডারম্যান তার অফ কাটারে ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়েছেন আশির দশকের পুরোটা ধরে। অস্ট্রেলিয়ার হয়ে ৪১টি টেস্ট আর ৬৫টি ওয়ানডে খেলা টেরিকে পুরো ক্যারিয়ার জুড়ে ইনজুরির বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, তবে এর মাঝেও তিনি তুলে নিয়েছিলেন দু'ধরণের ক্রিকেট মিলিয়ে আড়াইশোর বেশি উইকেট। একশ'ভাগ খাঁটি এগারো নম্বর ব্যাটার টেরির ছোট বোন ডেনিস (বিয়ের পরে নাম বদলে এখন ডেনিস এমারসন) কিন্তু আবার অস্ট্রেলিয়ার হয়ে সাত টেস্ট এবং একুশটি ওয়ানডে খেলেছিলেন ব্যাটার হিসেবে, দু'ধরণের ক্রিকেটের চল্লিশের ওপরে গড় তার, আছে একটি টেস্ট সেঞ্চুরিও।

     

    জয়েস ভাই-বোনেরাঃ

    ২০১৬ জুনের ক্রিকইনফো ক্রিকেট মান্থলিতে জয়েসদের বলা হয়েছিল "দ্যা ফার্স্ট ফ্যামিলি অফ ক্রিকেট"। একজন-দু'জন নয়, জয়েস পরিবারের চার-চারজন গায়ে চড়িয়েছিলেন আয়ারল্যান্ডের জার্সি। চারজনের মধ্যে বড় এড সম্ভবত সবচেয়ে বিখ্যাত– ডাবলিনের ছেলের অভিষেক হয়েছিল যে তার নিজের দেশের বিপক্ষে! ইংল্যান্ডের হয়ে অভিষেকের আগে আয়ারল্যান্ডের হয়ে আইসিসি ট্রফি খেলেছিলেন এড, ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন ইংল্যান্ডের হয়ে-- ওই বিশ্বকাপেই নিজ দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা সুপার এইটের শেষ ম্যাচটা তার ইংল্যান্ড ক্যারিয়ারের শেষ ম্যাচ। ২০১০এ আয়ারল্যান্ডের হয়ে অভিষেকের পর ২০১১ বিশ্বকাপে আইরিশদের প্রতিনিধিত্ব করেন এড। আয়ারল্যান্ডের হয়ে তিনি খেলে গিয়েছেন ২০১৮ পর্যন্ত-- এর মধ্যে আছে আয়ারল্যান্ডের অভিষেক টেস্টও। আয়ারল্যান্ডের হয়ে প্রথম টেস্ট রান তার, প্রথম আউট হওয়ার রেকর্ডও তার। অবসরের পর এখন আইরিশ নারী দলের কোচের দায়িত্ব পালন করছেন তিনি।

     

    এডের ওয়ানডে অভিষেক ম্যাচে আইরিশদের হয়ে অভিষেক হয়েছিল এডের তিন বছরের ছোট ডমের, ওপেন করতে নেমে হার্মিসনের বলে বোল্ড হয়ে খালি হাতে ফিরতে হয়েছিল তাকে সেই ম্যাচে। ন্যাটা এডের মতই ব্যাটার ছিলেন ডম, তবে ডানহাতি– মাত্র তিন ওয়ানডেতেই থেমে গিয়েছিল তার ক্যারিয়ার। জমজ ইসোবেল আর সিসিলিয়ার ক্যারিয়ার অবশ্য অনেক লম্বা-- আয়ারল্যান্ডের সবচেয়ে প্রথিতযশা নারী ক্রিকেটারদের মধ্যে দুই বোনের নাম আসবেই। ইসোবেলের অভিষেক হয়েছিল সিসিলিয়ার দু'বছর আগে, বাঁহাতি মিডিয়াম পেসার হিসেবে ক্যারিয়ার শুরু করে ধীরে ধীরে নিজেকে অলরাউন্ডার হিসেবে পোক্ত করেছেন, খেলেছেন একটি টেস্টও। অধিনায়কের দায়িত্ব পালন করেছেন ওয়ানডে এবং টিটুয়েন্টিতে, সব মিলিয়ে আইরিশ জার্সি গায়ে চাপিয়েছেন ১৩৫ বার। সিসিলিয়ার অভিষেক ২০০১এ, বোনের মতই ডানহাতি ব্যাটার ছিলেন, খেলেছেন স্পেশালিস্ট ব্যাটার হিসেবে, ক্যারিয়ারের বেশিরভাগ সময় ওপেন করেছেন আইরিশদের হয়ে। ইসোবেলের মত টেস্ট খেলার সুযোগ পাননি, কিন্তু ৫৭টি ওয়ানডে এবং ৪৩টি টিটুয়েন্টিতে আইরিশদের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮র নভেম্বরের ১৭ তারিখে নিউজিল্যান্ডের সাথে খেলা টিটুয়েন্টি দিয়ে একসাথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন দুই বোন।