প্লে-অফের দৌড় জমে ক্ষীর
বিপিএল ২০২৪
১ম ম্যাচ (টস - ঢাকা/ব্যাটিং)
ফরচুন বরিশাল - ১৮৩/৬, ২০ ওভার (মুশফিক ৫২, মায়ার্স ৪৮, তামিম ১৯, সাকিব ৩/৪৮, টেক্টর ১/২৯, শফিকুল ১/৩৪)
সিলেট স্ট্রাইকার্স - ১৬৫/৮, ২০ ওভার (আরিফুল ৫৭, হাওয়েল ৫৩, অ্যাঞ্জেলো ১৭, মায়ার্স ৩/১২, মিরাজ ১/১৮, সাইফউদ্দিন ১/২৮)
ফলাফল - বরিশাল ১৮ রানে জয়ী
২য় ম্যাচ (টস - চট্টগ্রাম/ব্যাটিং)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স - ১৫৯/৬, ২০ ওভার (তামিম ৭০, ব্রুস ৪৮, ব্রাউন ১১, শরিফুল ২/১৭, তাসকিন ২/৩৮, উইলিয়ামস ১/২৭)
দুর্দান্ত ঢাকা - ১৪৯/৫, ২০ ওভার (রস ৫৫, মোসাদ্দেক ৩০*, নাঈম ২৯, শুভাগত ২/১২, বিলাল ১/২৪, শাকিল ১/৩০)
ফলাফল - চট্টগ্রাম ১০ রানে জয়ী
বরিশাল কি এখন ট্রেনে?
এক সময়ে বাংলাদেশি তারকায় ঠাঁসা দলটা প্লে-অফে উত্তীর্ণ হতে পারবে কি না সেটা নিয়ে শঙ্কা জেগেছিল। রংপুরের দৌরাত্ম্য, নিজেদের ব্যর্থতা - সব মিলিয়ে ভজঘট পাকিয়ে ফেলেছিল দলটা। তবে আসল সময়ে ঠিকই নিজেদের হাল ধরেছে নিজেরা। দলে আসা কাইল মায়ার্স আজ একাই যেন দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে বরিশালের জয়টা এনে দিলেন। বরিশাল এখন বেশ ভালভাবেই প্লে-অফের দৌড়ে।
ব্যাট হাতে দারুণ এক ফিফটি তো আছেই, তবে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেটের যেই দুর্দান্ত স্পেলটা করলন তাতেই জয়টা লেখা হয়ে গিয়েছিল। ১৮৪ রানের লক্ষ্যে সিলেট কিন্তু ভালোভাবেই এগুচ্ছিল। তবে মায়ার্সের দুর্দান্ত স্পেলটাই পরে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।
দৌড়ে টিকে থাকল চট্টগ্রাম
আজ তাদের বাঁচা-মরার লড়াই ছিল, চট্টগ্রাম খেলল সেভাবেই। ম্যাচটা যে টি-টোয়েন্টির আমেজেই এগিয়েছে তাও না। তবে প্লে-অফের দৌড়ের আবহটা টের পাওয়া গিয়েছে ভালভাবেই। এই যেমন তানজিদ হাসান তামিম দারুণ এক ফিফটি করলেন ঠিকই। তবে উইকেট ছুঁড়ে দিয়ে আসতে না চাওয়ার আকাঙ্ক্ষাটা তার মধ্যে দেখা গিয়েছিল। চার মেরেছেন মোটে একটা, তবে ছয় পেয়েছেন ছয়টা। বাউন্ডারি থেকেই ৪০ রান নিয়েও তার ইনিংসটা ৫১ বলে ৭০ রানের।
বোলিংয়ে গিয়েও খেই হারিয়ে বসেছিল তারা। ভালো শুরু করেও অ্যালেক্স রসের ফিফটিতে হুমড়ি খেয়ে পড়েছিল তারা। এরপর তো ঢাকা অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও তাদের চিন্তায় ফেলে দিয়েছিল। তবে এক অধিনায়ককে কাটলেন এরপর আরেক অধিনায়ক। শুভাগত হোমকে নিয়ে অনেক সমালোচনা হলেও আজ আসল সময়ে তিনি ঠিকই জ্বলে উঠলেন। ১২ রানের দুর্দান্ত এক স্পেলে ২ উইকেট নিলেন। তবে কঠিন সময়ে যেই রান গুনলেন তাতেই ঢাকাকে অনেক চেষ্টা করেও ম্যাচে ফেরাতে পারেননি অন্যরা। হোমের দারুণ স্পেলে ১০ রানের জয় পেলেও প্লে-অফের সম্ভাবনা টিকিয়ে রাখল তারা।