প্লে-অফের দৌড়ে কোন দলের সামনে কেমন সমীকরণ
বিপিএলের প্লে-অফের লড়াই দারুণ জমে উঠেছে। খাদের কিনারায় থাকা চট্টগ্রাম গতকাল জয় দিয়ে উঠে এসেছে চারে। খুলনাকে বিপদের মুখে ঠেলে দিয়ে চট্টগ্রাম চারে উঠে আসার দিনে সিলেটের বিদায়ঘণ্টা বাজিয়ে বরিশালও নিজেদের অবস্থান পোক্ত করেছে তিনে। খুলনার জন্য তাই কাজটা কঠিন হয়ে দাঁড়ালেও অসম্ভব নয়। কোন দলের সামনে কী কী ম্যাচ আছে সেটায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক -
রংপুর রাইডার্স - ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ানস
কুমিল্লা ভিক্টোরিয়ানস - সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল
ফরচুন বরিশাল - রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স - খুলনা টাইগার্স
খুলনা টাইগার্স - চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স
সিলেট স্ট্রাইকার্স - কুমিল্লা ভিক্টোরিয়ানস, খুলনা টাইগার্স
দুর্দান্ত ঢাকা - ০
রংপুর ইতিমধ্যেই প্লে-অফের টিকিট কেটে ফেলেছে। কুমিল্লা বাকি তিন ম্যাচের এক ম্যাচ জিতলেই পেয়ে যাবে টিকিট। রান রেটে অনেকটাই এগিয়ে থাকায় কোনও ম্যাচে বড় ব্যাবধানে না হারলে এখান থেকে জয় ছাড়াও তাদের সামনে থাকছে সুযোগ।
কাজটা কঠিন চট্টগ্রামের জন্য। আবার তাদের কাজটা নিজেদের হাতেই। বাকি একটা ম্যাচ তাদের খেলতে হবে সেই খুলনার বিপক্ষেই, যেখানে জয়ের বিকল্প নেই বললেই চলে। খুলনার সামনে সুযোগ থাকবে সেই ম্যাচ হারলেও। সেক্ষেত্রে শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে সিলেটের বিপক্ষে, পাশাপাশি বরিশালকেও তাদের শেষ দুই ম্যাচ হারতে হবে বড় ব্যবধানে।
বরিশালের সামনে সমীকরণটা কিছুটা সোজা হলেও শেষ দুই ম্যাচের প্রতিপক্ষদের নামটাই তাদের চিন্তায় ফেলবে। তালিকার দুই শীর্ষস্থানীয় দল রংপুর ও কুমিল্লার বিপক্ষে তাদের শেষ দুই ম্যাচ। কোনও ম্যাচে জয় না পেলেও তাদের সামনে থাকছে সুযোগ। তবে সেক্ষেত্রে বরিশালকে আশা করতে হবে যেন নিজেদের শেষ দুই ম্যাচে খুলনাও কোনও জয় না পায়।
দল | মাচ | জয় | পরাজয় | পয়েন্ট | নেট রান রেট | |
রংপুর রাইডার্স | ১০ | ৮ | ২ | ১৬ | ১.৭৭৩ | |
কুমিল্লা ভিক্টোরিয়ানস | ৯ | ৭ | ২ | ১৪ | ১.৫১৬ | |
ফরচুন বরিশাল | ১০ | ৬ | ৪ | ১২ | ০.৫১৮ | |
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | ১১ | ৬ | ৫ | ১২ | -০.৭৫৭ | |
খুলনা টাইগার্স | ১০ | ৫ | ৫ | ১০ | -০.১০১ | |
সিলেট স্ট্রাইকার্স | ১০ | ৩ | ৭ | ৬ | -১.০৪১ | |
দুর্দান্ত ঢাকা | ১২ | ১ | ১১ | ২ | -১.৪২০ |