প্লে-অফের শেষ জায়গার জন্য কার সামনে কেমন সমীকরণ
চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের গ্রুপ পর্ব চলে এসেছে অন্তিম পর্যায়ে। প্লে-অফের জায়গা ইতিমধ্যেই দখল করে নিয়েছে রংপুর, কুমিল্লা ও চট্টগ্রাম। এর মধ্যে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস প্রথম কোয়ালিফায়ারে খেলাও নিশ্চিত করে ফেলেছে। বাকি এক জায়গার জন্য এখন লড়াইটা শুধুই বরিশাল ও খুলনার মধ্যে।
অথচ এই লড়াইয়ে অনেক জটিল সমীকরণের মার প্যাঁচে পড়ার কথা ছিল চট্টগ্রামের। সেখানে টানা চার ম্যাচ জিতে বিপিএল শুরু করা খুলনাকে এখন মেলাতে হচ্ছে এসব সমীকরণ।
নিজেদের শেষ দুই ম্যাচে চট্টগ্রামের জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ ছিল না। দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় দারুণ এক ফিফটির পর তানজিদ হাসান তামিম শেষ ম্যাচটায় হাঁকালেন অসাধারণ এক সেঞ্চুরি। খুলনাকে বিশাল পরাজয়ের লজ্জায় ডুবিয়ে সেই সাথে তাদের প্লে-অফের সম্ভাবনার প্রদীপ যেমন একেবারেই নিভুনিভু করে দিয়েছে চট্টগ্রাম নিজেরাই, সেই সাথে জয়টা দিয়ে নিজেদের প্লে-অফটাই নিশ্চিত করে ফেলেছে তারা।
চট্টগ্রামের নিশ্চয়তা প্রাপ্তির পর বরিশাল ও খুলনাকে পড়তে হচ্ছে সমীকরণের সামনে। বরিশালের শেষ ম্যাচের প্রতিপক্ষ অবশ্য বড্ড কঠিন। কুমিল্লার বিপক্ষে জয় পেলেই প্লে-অফটা তাদের নিশ্চিত। তবে হারলেও সুযোগ থাকছে। সেক্ষেত্রে খুলনার হারের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। অবশ্য খুলনা জয় পেলে ও বরিশাল হারলেও সুযোগ থাকবে বরিশালের। দুই দলের মধ্যে নেট রান রেটের ফারাকটা বিস্তর। যেখানে বরিশালের রান রেট ০.৪৩৪ সেখানে খুলনার রান রেট ঋণাত্মক (-০.৪০০)। খুলনাকে তাই জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে। খুলনার কাজটা এবারের আসর বিবেচনায় তুলনামূলক সহজ। শেষ ম্যাচ সিলেটের বিপক্ষে, যেই দলটা অনেক আগেই ছিটকে পড়েছে প্লে-অফের দৌড় থেকে। অবশ্য কুমিল্লাকে যেভাবে ভড়কে দিয়েছিল সিলেট, এরপর তাদের হালকাভাবে নিলেই বরং ভুল করবে খুলনা।
এক নজরে পয়েন্ট তালিকা:
দল | ম্যাচ | জয় | পরাজয় | পয়েন্ট | নেট রান রেট |
রংপুর রাইডার্স | ১২ | ৯ | ৩ | ১৮ | ১.৪৩৮ |
কুমিল্লা ভিক্টোরিয়ানস | ১১ | ৮ | ৩ | ১৬ | ১.২৭৯ |
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | ১২ | ৭ | ৫ | ১৪ | -০.৪১০ |
ফরচুন বরিশাল | ১১ | ৬ | ৫ | ১২ | ০.৪৩৪ |
খুলনা টাইগার্স | ১১ | ৫ | ৬ | ১০ | -০.৪০০ |
সিলেট স্ট্রাইকার্স | ১১ | ৪ | ৭ | ৮ | -০.৮৯১ |
দুর্দান্ত ঢাকা | ১২ | ১ | ১১ | ২ | -১.৪২০ |