ফাইনালের আগে সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেটের দৌড়ে এগিয়ে কারা
আর বাকি একটি ম্যাচ। লম্বা সময় ধরে চলা এবারের বিপিএলের আসর শেষদিকে যেমন জমে উঠেছিল, তেমনি ব্যাটে-বলে শ্রেষ্ঠত্বের লড়াইটাও হয়েছে শেয়ানে শেয়ানে। বাংলাদেশের অভিজ্ঞরাই আরও একবার নিজেদের জাত চিনিয়েছেন তো বটেই, সেই সাথে তরুণরাও এবার রেখেছেন নিজেদের সামর্থ্যের প্রমাণ। আসরের মাঝ পর্যন্তও দেশিদের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের কণ্ঠে আক্ষেপ ঝরলেও আসরের শেষ প্রান্তে এসে পরিসংখ্যান বলছে - নিজেদের খুঁজে পেয়ে আসল সময়ে তারা ঠিকই নিজেদের কাজটা ঠিকঠাক করেছেন। রান ও উইকেটের দৌড়ে এবার তাই কারা এগিয়ে আছে সেটাই দেখে নেওয়া যাক এক নজরে।
সর্বোচ্চ রান সংগ্রাহক
তামিম ইকবাল
ম্যাচ: ১৪
রান: ৪৫৩
ব্যাটিং গড়: ৩৪.৮৪
স্ট্রাইক রেট: ১২৫.৪৮
সর্বোচ্চ: ৭১
তাওহিদ হৃদয়
ম্যাচ: ১৩
রান: ৪৪৭
ব্যাটিং গড়: ৪০.৬৩
স্ট্রাইক রেট: ১৪৯.৪৯
সর্বোচ্চ: ১০৮*
তানজিদ হাসান তামিম
ম্যাচ: ১২
রান: ৩৮৪
ব্যাটিং গড়: ৩২
স্ট্রাইক রেট: ১৩৫.৬৮
সর্বোচ্চ: ১১৬
লিটন কুমার দাস
ম্যাচ: ১৩
রান: ৩৭৫
ব্যাটিং গড়: ২৮.৮৪
স্ট্রাইক রেট: ১৩০.৬৬
সর্বোচ্চ: ৮৫
মুশফিকুর রহিম
ম্যাচ: ১৪
রান: ৩৬৭
ব্যাটিং গড়: ৬৮*
স্ট্রাইক রেট: ১২৩.৫৬
সর্বোচ্চ: ৬৮*
সর্বোচ্চ উইকেট শিকারি
শরিফুল ইসলাম
ম্যাচ: ১২
উইকেট: ২২
ইকোনমি রেট: ৭.৮১
সেরা বোলিং ফিগার: ৪/২৪
সাকিব আল হাসান
ম্যাচ: ১৩
উইকেট: ১৭
ইকোনমি রেট: ৬.৩১
সেরা বোলিং ফিগার: ৩/১৬
শেখ মাহেদী হাসান
ম্যাচ: ১৪
উইকেট: ১৬
ইকোনমি রেট: ৭.৩৮
সেরা বোলিং ফিগার: ৩/১৬
বিলাল খান
ম্যাচ: ১৩
উইকেট: ১৫
ইকোনমি রেট: ৭.৯২
সেরা বোলিং ফিগার: ৩/২৪
মোহাম্মদ সাইফউদ্দিন
ম্যাচ: ৮
উইকেট: ১৪
ইকোনমি রেট: ৬.৪৯
সেরা বোলিং ফিগার: ৩/২১