• কোপা আমেরিকা
  • " />

     

    চোট পেয়েছেন মেসি, কোপায় থাকবেন তো ?

    চোট পেয়েছেন মেসি, কোপায় থাকবেন তো ?    

    ম্যাচের তখন ৬৪ মিনিট। একটা বল দখলের লড়াইয়ে হন্ডুরাসের ডিফেন্ডার অলিভিয়ার মোরাজার পা এসে পড়ে লিওনেল মেসির পিঠের ওপর। সঙ্গে সঙ্গে কোমরে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়েন মেসি।পরে তাঁকে তুলে নিতে হয়েছে মাঠ থেকেই। এখন প্রশ্ন উঠে গেছে, মেসি কি খেলতে পারবেন ?

    প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে, মেসি তাঁর বাঁ কোমরের নিচের দিকের অংশে ব্যথা পেয়েছেন। ম্যাচ শেষেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে অবশ্য কোনো চির ধরা পড়েনি হারে। কিন্তু চোট কতটা গুরুতর, সেটা আরও পরীক্ষা নিরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না।

    আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনোর কন্ঠেও কিছুটা অনিশ্চিয়তার সুর, "আঘাত কতটা গুরুতর সেটা এখনই বলা সম্ভব নয়। তবে সে ভালোই ব্যথা পেয়েছে। আরও পরীক্ষা নিরীক্ষার আগে কিছু বলা যাচ্ছে না।"

    আর মাত্র কয়েক দিন পরেই শুরু হচ্ছে কোপা আমেরিকা। ৬ জুন আর্জেন্টিনার প্রথম ম্যাচেই প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন চিলি। তার আগে মেসিকে যে করেই হোক নিশ্চয় পেতে চাইবেন আর্জেন্টিনা কোচ মার্টিনো।

    কাল অবশ্য হন্ডুরাসের সঙ্গে আর্জেন্টিনা ১-০ গোলে জিতেছে। গঞ্জালো হিগুয়েইনের ৩১ মিনিটের দারুণ এক গোলেই জয় নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার।