চ্যাম্পিয়নস লিগ ড্র: কার প্রতিপক্ষ কে
এবারের ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র থেকে মিলল বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ। কোয়ার্টার ফাইনালের ড্র শেষে বেশ কিছু হিসাবনিকাশের সুযোগ মিলছে পুরনো কিছু লড়াইয়ের। সেই সাথে দর্শকদের জন্য থাকছে দুর্দান্ত কিছু ম্যাচের সম্ভাবনা।
গত দুই বার নকআউটে দেখা হয়েছিল ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের। একে অপরকে হারিয়ে গত মৌসুমে এই দুই দলই শেষ পর্যন্ত জিতেছিল শিরোপা। হয়তবা এবারও তাই হবে; দুই দলের শক্তিমত্তা বিবেচনায় এমনটা বলাই চলে। তবে এবার সেটা হোক বা না হোক, এক বার করে দুই দলের জয়ের পর এবার তাই অনেক হিসেব চুকিয়ে নিতে চাইবে এই দুই দল।
১৪ বছর পর চ্যাম্পিয়নস কিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পর আর্সেনাল মুখোমুখি হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখের। এর আগে বায়ার্নের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১০-২ ব্যবধানের হারের দুঃস্বপ্ন ভুলে আর্সেনাল চাইবে ভালো কিছু করতেই।
৪ বছর পর কোয়ার্টার ফাইনালে ওঠা বার্সেলোনা আবার মুখোমুখি হচ্ছে পিএসজির। এর আগে পিএসজির সাথে দেখায় কিলিয়ান এমবাপের হ্যাটট্রিক হজম করতে হয়েছিল তাদের। পিএসজিতে সম্ভবত নিজের শেষ মৌসুমে আবারও এমবাপে এমন কিছুই করতে চাইবেন।
অন্যদিকে গতবারের ফাইনালিস্ট ইন্টার মিলানকে বিদায় জানানো অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হচ্ছে বরুশিয়া ডর্টমুন্ডের।
সেমি-ফাইনালের ড্রটাও করা হয়ে গিয়েছে পাশাপাশি।
আর্সেনাল/বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ/ম্যানচেস্টার সিটি
অ্যাটলেটিকো মাদ্রিদ/ডর্টমুন্ড-পিএসজি/বার্সেলোনা