জিম্বাবুয়ের বাংলাদেশ সফর : জেনে নিন ম্যাচ কবে, কোথায়, কখন?
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। আজ এই সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যথাক্রমে ০৩, ০৫ ও ০৭ মে। শেষ দুই ম্যাচ ১০ ও ১২ মে, ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
চট্টগ্রামে প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, তৃতীয়টি বেলা ৩টায়। মিরপুরে চতুর্থ ম্যাচটি সন্ধ্যা ৬টায় শুরু হলেও শেষটি অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।
২০২০ সালের পর এবারই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যদিও টি-টোয়েন্টির দ্বিপাক্ষিক সিরিজে দুই দলের শেষ দেখা ২০২২ সালে।
এই বছর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সমঝোতায় সেটা পিছিয়ে নেয়া হয়েছে ২০২৫ সালে।