'এল ক্লাসিকো'-এর আগে লা লিগার পয়েন্ট তালিকার অবস্থা কেমন
আজ রাতেই সান্তিয়াগো বার্নাব্যুতে হতে যাচ্ছে আরেক মহারণ - এল ক্লাসিকো। অবশ্য এবারের এল ক্লাসিকোর আগে দুই দলের অবস্থা যেন দুই রকম। রিয়াল মাদ্রিদ লা লিগা শিরোপার সুবাস পাচ্ছে, সেই সাথে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালেও উঠে গিয়েছে পথের সবচেয়ে বড় কাটা উৎরিয়ে। অন্যদিকে লা লিগার স্বপ্ন বহু আগেই হয়ত জলাঞ্জলি দিয়ে বসে আছে বার্সেলোনা। দ্বিতীয় অবস্থানে থাকলেও মৌসুমে বহু কাঠখড় পোড়াতে হয়েছে সেটার জন্য। অন্যদিকে প্রথম লেগে জয় পেয়েও পিএসজির কাছে হেরে বাদ পড়তে হয়েছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে। মৌসুমের মাঝপথে কোচ জাভিও ঘোষণা দিয়েছেন মৌসুম শেষে ক্লাব ছাড়ার। সব মিলিয়ে ক্লাবটার যেন টালমাটাল অবস্থা।
তবে এই দ্বৈরথের ডাকে হয়ত গা ঝাড়া দিয়েই উঠবে তারা। রিয়ালের মাঠে তাই অন্য বার্সাকে দেখার আশা সমর্থকরা রাখতেই পারা। রিয়াল-বার্সা দ্বৈরথের আগে অবশ্য লা লিগার পয়েন্ট তালিকাতেও সেই অর্থে প্রতিযোগিতা নেই। চ্যাম্পিয়নস লিগের জায়গাগুলোও প্রায় ঠিক হয়েই গিয়েছে। শেষ জায়গাটার জন্য অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাওয়ের মধ্যে একটু লড়াই হলেও হতে পারে। এল ক্লাসিকোর আগে লা লিগার পয়েন্ট তালিকায় নজর বুলিয়ে নিন।
অবস্থান | ক্লাব | ম্যাচ | জয় | ড্র | হার | পয়েন্ট |
১ | রিয়াল মাদ্রিদ | ৩১ | ২৪ | ৬ | ১ | ৭৮ |
২ | বার্সেলোনা | ৩১ | ২১ | ৭ | ৩ | ৭০ |
৩ | জিরোনা | ৩২ | ২১ | ৫ | ৬ | ৬৮ |
৪ | অ্যাটলেটিকো মাদ্রিদ | ৩১ | ১৯ | ৪ | ৮ | ৬১ |
৫ | অ্যাথলেটিক বিলবাও | ৩২ | ১৬ | ১০ | ৬ | ৫৮ |
৬ | রিয়াল সোসিয়েদাদ | ৩১ | ১৩ | ১১ | ৭ | ৫০ |
৭ | রিয়াল বেটিস | ৩২ | ১২ | ১২ | ৮ | ৪৮ |
৮ | ভ্যালেন্সিয়া | ৩২ | ১৩ | ৮ | ১১ | ৪৭ |
৯ | ভিয়ারিয়াল | ৩১ | ১০ | ৯ | ১২ | ৩৯ |
১০ | গেতাফে | ৩১ | ৯ | ১২ | ১০ | ৩৯ |