• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    প্রিমিয়ার লিগের থ্রি-হর্স রেস কি এখন টু-হর্স রেস?

    প্রিমিয়ার লিগের থ্রি-হর্স রেস কি এখন টু-হর্স রেস?    

    আর্সেনাল ও লিভারপুল পা হড়কানোর পর শীর্ষে চলে এসেছিল ম্যানচেস্টার সিটি। সেখান থেকে দ্রুতই নিজেদের সামলে নিয়ে পরে তো চেলসিকে উড়িয়ে দিয়ে শক্ত বার্তা দিয়ে রেখেছে আর্সেনাল। তবে লিভারপুল তীরে এসে তরীটা ডুবিয়েই ফেলেছে বলে মনে হচ্ছে। আজও ওয়েস্ট হামের মাঠে গিয়ে পয়েন্ট খুইয়ে বসেছে তারা। প্রিমিয়ার লিগটা এখন তাই হয়ত আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যেই মীমাংসা হবে।

    যে সপ্তাহে শীর্ষে এসেছিল ম্যানচেস্টার সিটি

    আর্সেনাল ০-২ অ্যাস্টন ভিলা

    লিভারপুল ০-১ ক্রিস্টাল প্যালেস

    ম্যানচেস্টার সিটি ৫-১ লুটন টাউন

    পরের সপ্তাহগুলোর স্কোর

    উলভস ০-২ আর্সেনাল

    ফুলহাম ১-৩ লিভারপুল

     

     

    আর্সেনাল ৫-০ চেলসি

    এভারটন ২-০ লিভারপুল

    ম্যানচেস্টার সিটি ৪-০ ব্রাইটন

     

     

    ওয়েস্ট হাম ২-২ লিভারপুল

     

     কার সামনে কী কী ম্যাচ বাকি

     

    আর্সেনাল


    টটেনহাম
    বোর্নমাউথ
    ম্যানচেস্টার ইউনাইটেড
    এভারটন

     

    লিভারপুল

     

    টটেনহাম
    অ্যাস্টন ভিলা
    উলভস

     

    ম্যানচেস্টার সিটি


    টটেনহাম
    নটিংহাম ফরেস্ট
    উলভস
    ফুলহাম
    ওয়েস্ট হাম

    মাত্র তিন ম্যাচ হাতে নিয়ে তিনে থাকা লিভারপুলের সম্ভাবনা নেই বললেই চলে। ম্যানচেস্টার সিটি আপাতত দুই নম্বরে থাকলেও এক ম্যাচ কম খেলেছে তারা আর্সেনালের থেকে। সেই সাথে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির দুই দলই চ্যাম্পিয়নস লিগ থেকেও বাদ পড়ে গিয়েছে। দুই দলের জন্য তাই সবচেয়ে বড় শিরোপা এমনিতেও এখন প্রিমিয়ার লিগই।

    অন্যদিকে তিন দলের সামনেই প্রতিপক্ষ হিসেবে থাকছে টটেনহাম। নিজেদের শীর্ষ চারে থাকার লড়াইয়ে টটেনহাম নিজেদের সর্বোচ্চটা দিয়ে তাই শিরোপার লড়াইয়ের রাস্তায়ও বড় ভূমিকা রাখতে পারে।