অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে যারা
আইপিএলের প্লে-অফের দৌড় যেমন জমে উঠেছে, তেমনি অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের জন্যও চলছে জোর লড়াই। আজ এক অবিশ্বাস্য রান তাড়াতেই যেমন বড় লাফ দিলেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। বোলিংয়ে অবশ্য জাসপ্রিত বুমরাহকে সিংহাসনচ্যুত করাটা দিন দিন কঠিন হয়েই যাচ্ছে। অবশ্য রান সংগ্রাহকের তালিকাতেও বহাল তবিয়তেই বেশ কয়েকদিন ধরে শীর্ষে ভারতের সবচেয়ে বড় ব্যাটিং তারকা ভিরাট কোহলি। রান বন্যার এই আইপিএলে অবশ্য তার ক্যাপটা রদবদলও কম হচ্ছে না। এখন পর্যন্ত এই দুই দৌড়ে কারা এগিয়ে আছেন সেটাই এক নজরে দেখে আসা যাক।
সর্বোচ্চ রান সংগ্রাহক
ভিরাট কোহলি
ম্যাচ: ১১
রান: ৫৪২
ব্যাটিং গড়: ৬৭.৭৫
স্ট্রাইক রেট: ১৪৮.০৮
সর্বোচ্চ: ১১৩*
রুতুরাজ গায়কোয়াড
ম্যাচ: ১১
রান: ৫৪১
ব্যাটিং গড়: ৬০.১১
স্ট্রাইক রেট: ১৪৭.০১
সর্বোচ্চ: ১০৮*
ট্রাভিস হেড
ম্যাচ: ১১
রান: ৫৩৩
ব্যাটিং গড়: ৫৩.৩০
স্ট্রাইক রেট: ২০১.৮৯
সর্বোচ্চ: ১০২
সাঞ্জু স্যামসন
ম্যাচ: ১১
রান: ৪৭১
ব্যাটিং গড়: ৬৭.২৮
স্ট্রাইক রেট: ১৬৩.৫৪
সর্বোচ্চ: ৮৬
সুনীল নারাইন
ম্যাচ: ১১
রান: ৪৬১
ব্যাটিং গড়: ৪১.৯০
স্ট্রাইক রেট: ১৮৩.৬৬
সর্বোচ্চ: ১০৯
সর্বোচ্চ উইকেট শিকারি
জাসপ্রিত বুমরাহ
ম্যাচ: ১২
উইকেট: ১৮
ইকোনমি রেট: ৬.২০
সেরা বোলিং ফিগার: ৫/২১
হার্শাল পাটেল
ম্যাচ: ১১
উইকেট: ১৭
ইকোনমি রেট: ৯.৭৮
সেরা বোলিং ফিগার: ৩/১৫
বরুন চক্রবর্তী
ম্যাচ: ১১
উইকেট: ১৬
ইকোনমি রেট: ৮.৭৫
সেরা বোলিং ফিগার: ৩/১৬
মুকেশ কুমার
ম্যাচ: ৮
উইকেট: ১৫
ইকোনমি রেট: ১০.৯৪
সেরা বোলিং ফিগার: ৩/১৪
থাঙ্গারাসু নটরজন
ম্যাচ: ১০
উইকেট: ১৫
ইকোনমি রেট: ৯.৩৫
সেরা বোলিং ফিগার: ৪/১৯