• অন্যান্য খবর
  • " />

     

    বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, তালিকায় আর কারা

    বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, তালিকায় আর কারা    

    যুক্তরাষ্ট্রের খেলাধুলা বিষয়ক ডিজিটাল কন্টেন্ট সংস্থা স্পোর্টিকো প্রতি বছরই ক্লাব ও খেলোয়াড়দের মূল্যমান অনুযায়ী তালিকা প্রকাশ করে থাকে। ব্যত্যয় ঘটেনি এবারও। ২০২৪ সালে ক্লাবের বাজার দর ও মূল্যমান অনুযায়ী হিসেব করে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবগুলোর তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। তালিকার প্রথম নামটাই অবাক করার মত - ম্যানচেস্টার ইউনাইটেড।

    গত কয়েক বছরে ইংলিশ ক্লাবটির বলার মত কোনো সাফল্য নেই বললেই চলে। সেই সাথে এই মৌসুমে তা যাচ্ছেতাই অবস্থা। এই সেদিনই ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে ধুঁকতে থাকা চেলসিরও নিচে নেমে গিয়েছে তারা। তবে তাতে ক্লাবটির অর্থকোষে খুব একটা নড়চড় হয়নি বলেই মনে হচ্ছে। এখনও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব হওয়ার পেছনে তাদের রহস্য মুলত নতুন মালিকানাই। স্যার জিম র‍্যাটক্লিফের বিশাল বিনিয়োগ শুধু যে ক্লাবটিকে বাঁচিয়ে রেখেছে তাই নয়, বাজারের খেলায় তাদের শীর্ষেই রেখেছে। শৈশব থেকেই রেড ডেভিলদের ভক্ত স্যার র‍্যাটক্লিফ ক্লাবটির ২৫ শতাংশ মালিকানার জন্য খরচ করেছেন ১.২৫ বিলিয়ন মার্কিন ডলার!

    তবে তালিকার পরের নামগুলো নিয়ে তেমন একটা অবাক হওয়ার কিছু নেই। যথারীতি তালিকায় দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। তবে প্রিমিয়ার লিগের সাথে অন্যান্য লিগগুলোর মূল্যমানের পার্থক্যটা বেশ অবাক করার মতই। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মোট মূল্যমান এবার এসেছে ৭ বিলিয়ন মার্কিন ডলার, যা লা লিগা ও বুন্দেসলিগার প্রথম বিভাগের সব ক্লাবের সমষ্টিগত মোট মূল্যমানের সমান!

    সেই সাথে তালিকার আরেকটি অবাক করার মত বিষয় - শীর্ষ বিশের তালিকায় এবার আছে এমএলএসের মোট পাঁচটি ক্লাব। লিওনেল মেসি ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর ক্লাবটির টিকিটের দাম হুহু করে বাড়লেও দর্শকও বেড়েছে সমান তালে। সেই সাথে মেজর লিগ সকার এবার অ্যাপলের সাথে দশ বছরের জন্য ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের মিডিয়া সত্ত্বের চুক্তি সেরেছে। তাতে করেই লিগটির অর্থের দিকটা বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে।

    এক নজরে মূল্যমান সহ দেখে নিন বিশ্বের সবচেয়ে দামি ক্লাবগুলোর তালিকা।

     

    • ম্যানচেস্টার ইউনাইটেড (৬.২ বিলিয়ন মার্কিন ডলার)
    • রিয়াল মাদ্রিদ (৬.০৬ বিলিয়ন মার্কিন ডলার)
    • বার্সেলোনা (৫.২৮ বিলিয়ন মার্কিন ডলার)
    • লিভারপুল (৫.১১ বিলিয়ন মার্কিন ডলার)
    • বায়ার্ন মিউনিখ (৪.৮ বিলিয়ন মার্কিন ডলার)
    • ম্যানচেস্টার সিটি (৪.৭৫ বিলিয়ন মার্কিন ডলার)
    • পিএসজি (৪.০৫ বিলিয়ন মার্কিন ডলার)
    • আর্সেনাল (৩.৯১ বিলিয়ন মার্কিন ডলার)
    • টটেনহাম (৩.৪৯ বিলিয়ন মার্কিন ডলার)
    • চেলসি (৩.৪৭ বিলিয়ন মার্কিন ডলার)
    • জুভেন্টাস (১.৭৭ বিলিয়ন মার্কিন ডলার)
    • বরুশিয়া ডর্টমুন্ড (১.৬৪ বিলিয়ন মার্কিন ডলার)
    • অ্যাটলেটিকো মাদ্রিদ (১.৬২ বিলিয়ন মার্কিন ডলার)
    • এসি মিলান (১.২ বিলিয়ন মার্কিন ডলার)
    • লস আঞ্জেলস এফসি (১.১৫ বিলিয়ন মার্কিন ডলার)
    • ইন্টার মিলান (১.০৬ বিলিয়ন মার্কিন ডলার)
    • আটলান্টা ইউনাইটেড (১.০৫ বিলিয়ন মার্কিন ডলার)
    • ইন্টার মায়ামি (১.০২ বিলিয়ন মার্কিন ডলার)
    • এলএ গ্যালাক্সি (১ বিলিয়ন মার্কিন ডলার)
    • নিউ ইয়র্ক সিটি এফসি (৮৪০ মিলিয়ন মার্কিন ডলার)