ফ্রান্সের ইউরো স্কোয়াড: কারা সুযোগ পেলেন, কারা বাদ পড়লেন
ফ্রান্সের স্কোয়াড মানেই গত বেশ কয়েক বছর ধরেই তারকার ছড়াছড়ি। বিশ্বকাপ হোক বা ইউরো - ফ্রান্স টুর্নামেন্টের আগে শুধু নামের জোরে হলেও শিরোপার দাবিদারদের তালিকায় ওপরের দিকেই থাকে। এবারও তার ব্যত্যয় হচ্ছে না। তারকায় ঠাঁসা ইউরো স্কোয়াডে সেই অর্থে চমক নেই; তবে আছে কিছু অপ্রত্যাশিত নাম।
এই যেমন এনগোলো কান্তের কথাই ধরা যাক। ফ্রান্সের হয়ে শেষ খেলেছেন ২০২২ সালে। ২০১৮ বিশ্বকাপ জয়ে তার ভুমিকার কথা আলাদা করা বলার অপেক্ষা রাখে না। তবে চেলসি থেকে সৌদি আরবে পাড়ি জমানোর পর কান্তেকে যে ফ্রান্সের জার্সি গায়ে দেখা যাবে সেটা অনেকেই ভাবেননি। তবে বড় টুর্নামেন্টকে সামনে রেখে ঠিকই এই মিডফিল্ডারকে স্কোয়াডে ফেরালেন দিদিয়ের দেশম।
অন্যদিকে পিএসজির তরুণ তুর্কি জায়ের-এমেরিকে দলে রাখা সম্ভব হবে কি না সেটা নিয়ে বেশ জলঘোলা হচ্ছিল। তবে তার স্কুলের ফাইনাল পরীক্ষা তিনি ইউরোর পর আলাদা করে দেওয়ার অনুমতি পেয়েছেন বলেই ফ্রান্সের সাথে ইউরো খেলতে যাচ্ছেন।
গত বছর জুড়ে যেই নামগুলো নিয়ে ছক কাটছিলেন দেশম তাদেরই মূলত দলে রেখেছেন। রাফায়েল ভারান, প্রেসনেল কিম্পেম্বেরা অনেক আগেই দলে ব্রাত্য হয়ে পড়েছিলেন। তাই হুট করে বাদ পড়ে গিয়েছেন এমন কেউ নেই বললেই চলে। আলাদা করে বলতে গেলে হয়ত থিওর ভাই লুকাসের দলে না থাকাটাই একটু ভাবার মত।