এক নজর কোপা আমেরিকার সূচি
১৬টি দেশ নিয়ে এবার যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে কোপা আমেরিকার আসর। লাতিন আমেরিকার পাশাপাশি নর্থ আমেরিকা থেকেও এবার থাকছে দল। ২১ জুন, বাংলাদেশ সময় ভোরে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচেই থাকছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির অধীনে কোপা আমেরিকা ও বিশ্ব চ্যাম্পিয়নরা চাইবে তাদের শিরোপা ধরে রাখতে। শিরোপার লড়াইয়ে প্রথমেই তাদের মুখোমুখি হতে হচ্ছে কানাডার।
তবে ব্রাজিল মাঠে নামবে আরও কয়েকদিন পর। ডি গ্রুপে থাকা ব্রাজিলের যাত্রা শুরু হবে ২৫ জুন, সকাল ৭টায়, কোস্টারিকার বিপক্ষে।
এবার যে শুধু বেশি দেশ খেলছে তাই নয়, মাথায় আঘাত পেলে দলগুলো পাচ্ছে অতিরিক্ত বদলির সুযোগও। অর্থাৎ, কনকাশন সাব সহ প্রতি দল ছয় জন বদলি খেলোয়াড় নামানোর সুযোগ পাচ্ছে।
এক নজরে চোখ বুলিয়ে নিন পুরো ফিক্সচারে।