• অন্যান্য খবর
  • " />

     

    ২০২৩-২৪ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে বরখাস্ত হয়েছেন বা ক্লাব ছেড়েছেন যেসব কোচ

    ২০২৩-২৪ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে বরখাস্ত হয়েছেন বা ক্লাব ছেড়েছেন যেসব কোচ    

    জাভির বরখাস্ত হওয়ার খবরে ইউরোপের ফুটবল দুনিয়া যেন তোলপাড়। মৌসুমের মাঝে নিজেই ঘোষণা দিয়েছিলেন আর থাকছেন না; সেখান থেকে বার্সা বোর্ড তাকে বুঝিয়ে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল। সেই খবর আসতে না আসতে হুট করে শোনা গেল গতকাল তাকে বরখাস্ত করা হয়েছে। তার কিছুক্ষণ পর সাবেক বায়ার্ন মিউনিখ ও জার্মানি কোচ হানসি ফ্লিকের বার্সার দায়িত্ব নেওয়ার খবর এলো। বার্সা নাটক শেষ হতে না হতেই ওদিকে দ্য গার্ডিয়ান জানাল, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এরিক টেন হাগকেও এফএ কাপের পরেই বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে।

    ইউরোপে প্রতি বছর এরকম ঘটনা ঘটতেই থাকে। এই যেমন চেলসির কথাই ধরুন। এনজো ফার্নান্দেজ এসেছেন এক মৌসুমের চেয়ে একটু বেশি হয়েছে। তাতেই তিনি দেখে ফেলেছেন চার জন কোচ; সামনের মৌসুমে ক্লাবে থাকলে পাচ্ছেন আরও একজন কোচ। শুধু যে তাই বরখাস্ত হয় কোচরা তাই নয়, মরিসিও পচেত্তিনোর মত অনেকেই ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে বা ক্লাবের সাথে বনিবনা না হলে ক্লাবের সাথে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্মানের সাথে বিদায় নেন। ইউরোপে এই মৌসুমে শীর্ষ পাঁচ লিগে বরখাস্ত হয়েছেন বা ক্লাবে সাথে বোঝাপড়া শেষে কারা বিদায় নিয়েছেন সেটাই এক নজরে দেখা যাক।

     

    প্রিমিয়ার লিগ

    হুলেন লোপেতেগি (উলভস)
    পল হেকিংবটম (শেফিল্ড ইউনাইটেড)
    স্টিভ কুপার (নটিংহাম ফরেস্ট)
    রয় হজসন (ক্রিস্টাল প্যালেস)
    মরিসিও পচেত্তিনো (চেলসি)

     

    লা লিগা


    কিকে সেতিয়েন (ভিয়ারিয়াল)   
    ভিসেন্তে মরেনো (আলমেরিয়া)   
    হোসে লুইস মেন্দিলিবার (সেভিয়া)   
    পাচেতা (ভিয়ারিয়াল)  
    পাকো লোপেজ (গ্রানাডা)   
    দিয়েগো আলোনসো (সেভিয়া)   
    সার্জিও গঞ্জালেজ (কাদিজ)   
    ফ্রান্সিসকো রদ্রিগেজ (রায়ো ভায়েকানো)   
    রাফায়েল বেনিতেজ  (সেল্টা ভিগো)   
    গাইজকা গারিতানো (আলমেরিয়া)  
    আলেক্সান্ডার মেদিনা (গ্রানাডা)   
    জাভি (বার্সেলোনা)


    সিরি আ


    পাওলো জানেত্তি (এমপোলি)
    পাওলো সুসা (সালেরনিতানা)
    আন্দ্রেয়া সত্তিল (উদিনেসে)
    রুডি গার্সিয়া (নাপোলি)
    অরেলিও আন্দ্রেয়াজ্জোলি (এমপোলি)
    জোসে মরিনিয়ো (রোমা)
    ফিলিপে ইনজাঘি (সালেরনিতানা)
    ওয়াল্টার মাজ্জারি (নাপোলি)
    আলেসিও দানেসি (সাসুওলো)
    রবার্টো দি’আভেসা (লেচ্চে)
    মরিজিও সারি (লাৎসিও)
    ফাবিও লিভারেনি (সালেরনিতানা)
    গ্যাব্রিয়েলে সিওফি (উদিনেসে)
    ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি (জুভেন্টাস)


    বুন্দেসলিগা

    এনরিকো মাসেন (অগসবুর্গ)
    বো সভেনসন (অগসবুর্গ)
    উরস ফিশার (ইউনিয়ন বার্লিন)
    স্টিফেন বোমগার্ট (কোলন)
    ইয়ান সিয়ার্ট (মাইঞ্জ)
    নিকো কোভাচ (ভলফসবুর্গ)
    থমাস লেছ (বখুম)
    নেনাদ বিয়েলিচা (ইউনিয়ন বার্লিন)

     

    লিগ ওয়ান

    লরাঁ ব্লাঁ (লিওঁ)
    মারসেলিনো (মার্শেই)
    ব্রুনো জেনেসিও (রেনে)
    পিয়ের আরিস্তু (নন্ত)
    ফাবিও গ্রসো (লিওঁ)
    জেনারো গাত্তুসো (মার্শেই)
    জসেলিন গোরভেনেক (নন্ত)
    উইল স্টিল (রাঁস)