• ইউরো ২০২৪
  • " />

     

    কারা সুযোগ পেলেন স্পেনের ইউরো স্কোয়াডে, বাদ পড়লেন কারা?

    কারা সুযোগ পেলেন স্পেনের ইউরো স্কোয়াডে, বাদ পড়লেন কারা?    

    ঘোষণা করা হয়েছে স্পেনের ২৯ জনের ইউরো স্কোয়াড। ৭ জুনের আগে এই স্কোয়াড থেকে তিনজনকে বাদ দিয়ে ঘোষণা করা হবে মূল স্কোয়াড। 

    স্পেনের এই ইউরো দলে খুব বড় চমক নেই। ইনজুরি থেকে ফেরার পর আছেন পেদ্রি, আছেন বার্সার ফেরান তোরেস ইয়ামাল, কুবারসি, ফেরমিন লোপেজ। মাদ্রিদের হোসেলু, কারভাহালের পাশাপাশি আছেন নাচো। 

    বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য টটেনহামের পেদ্রো পোরো। নেই অ্যাটলেটিকো মিডফিল্ডার কোকেও। গত বিশ্বকাপে খেলা ডিফেন্ডার পাউ তোরেসও নেই। নেই বার্সার ইনজুরড গাভিও।

    ২৯ জনের স্কোয়াড

    গোলরক্ষকঃ উনাই সিমন, রায়া, রেমিরো 

    ডিফেন্ডারঃ কারভাহাল, নাভাস, লাপোর্ত, লে নরমান্দ, নাচো, ভিভিয়ান, কুবারসি, গ্রিমালদো, কুকুরেয়া 

    মিডফিল্ডারঃ রদ্রি, জুবিমেন্ডি, ফাবিয়ান, মেরিনো, মার্কোস ইয়োরেন্তে, পেদ্রি, অ্যালেক্স গার্সিয়া, বায়েনা, ফেরমিন লোপেজ 

    ফরোয়ার্ডঃ মোরাতা, হোসেলু, ওয়ারজাবাল, দানি অলমো, ফেরান তোরেস, নিকো উইলিয়ামস, আয়োজে পেরেজ, লামিন ইয়ামাল