টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট, গ্রুপ এবং আরও যা যা জানা দরকার
কবে, কখন শুরু?
২ জুন বাংলাদেশ সময় ভোর ৬.৩০টায় শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-কানাডার ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রায় এক মাস ধরে চলবে এই টুর্নামেন্ট, শেষ হবে ২৯ জুন।
কোথায় হচ্ছে এবারের আসর?
প্রথমবারের মতো এবারের আসর হচ্ছে যুক্তরাষ্ট্রে, যৌথ আয়োজক হিসেবে আছে ওয়েস্ট ইন্ডিজ। সব মিলে নয়টি ভেন্যুতে খেলা হবে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের তিনটি ও ওয়েস্ট ইন্ডিজের ছয়টি। নকআউটের ম্যাচগুলো সবই অবশ্য হবে ওয়েস্ট ইন্ডিজে। যুক্তরাষ্ট্রের খেলাগুলো হবে নিউ ইয়র্ক, হিউস্টন ও ফ্লোরিডায়।
কারা খেলবে?
এবারের টুর্নামেন্টে অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেই সবচেয়ে বেশি ২০টি দল খেলছে। নেপাল, ওমান, নামিবিয়া, উগান্ডা, পাপুয়া নিউ গিনির মতো দলও আছে এবার। প্রায় ২৯ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট, এত দিন ধরে আর কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়নি।
ফরম্যাট কেমন হবে?
চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ২০ দল, প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে শীর্ষ চার দলকে নিয়ে সেমিফাইনাল, এরপর ফাইনাল।
কোন গ্রুপে কারা?
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড
গ্রুপ বিঃ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, ওমান, স্কটল্যান্ড
গ্রুপ সি:নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি, উগান্ডা
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডস