• টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • " />

     

    সুপার ওভারে ওমানকে হারাল নামিবিয়াঃ এমন কিছু কি টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়েছিল?

    সুপার ওভারে ওমানকে হারাল নামিবিয়াঃ এমন কিছু কি টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়েছিল?    

    ২০২৪ বিশ্বকাপের তৃতীয় ম্যাচই গড়াল সুপার ওভারে। ওমানের ছুঁড়ে দেওয়া ১০৯ রান তাড়া করে নামিবিয়া করে ১০৯ রানই। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ডেভিড ভিসা ব্যাটে ও বলে দারুণ পারফর্ম করে সহজ জয় এনে দেন নামিবিয়াকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে কি এর আগে সুপার ওভার হয়েছিল? দুইবার হয়েছিল এবং দুইবারই জড়িয়ে আছে নিউজিল্যান্ডের নাম। দুইটি ঘটনাই ২০১২ বিশ্বকাপে

     

    ২০১২, নিউজিল্যান্ড-শ্রীলংকা

    ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যান্ডিতে নিউজিল্যান্ড-শ্রীলংকা দেখেছিল প্রথম সুপার ওভার। দুই দলই করেছিল ১৭৪ রান। সুপার ওভারে ক্যান্ডিতে শেষ পর্যন্ত ম্যাচটা জেতে স্বাগতিক শ্রীলংকা।

     

    ২০১২, নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ 

    সেই বিশ্বকাপেই নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচও গড়ায় সুপার ওভারে। ওয়েস্ট ইন্ডিজ ১৩৯ রানে অলআউট হয়ে যাওয়ার পর সেই ১৩৯ রানেই থামে নিউজিল্যান্ড। সুপার ওভারে ২ রানে জেতে সেবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ