দুই গোলে হেরেও অস্ট্রেলিয়া ম্যাচে যে জায়গায় উন্নতি বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ এর আগে ম্যাচে সাত গোল হজম করেছিল, আর দেশের মাটিতে নয় বছর আগের দেখায় খেয়েছিল চার গোল। এবার বাংলাদেশের ২-০ গোলের হারটা তাই এক অর্থে উন্নতিই।
ম্যাচে আসলে যেটা হওয়ার কথা সেটাই হয়েছে। অস্ট্রেলিয়া পুরোটা সময় বলের দখলে রেখেছিল, বাংলাদেশ তেমন কোনো আক্রমণও করতে পারেনি। অন টার্গেট কোনো শটও ছিল না বাংলাদেশের।
২৯ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে রাস্টিচের শটে, মেহেদী হাসান মিঠুর পায়ে জড়িয়ে বল জড়িয়ে যায় জালে। ৩২ মিনিটে রাকিব পেয়েছিলেন দারুণ সুযোগ। মোরসালিনকে বলটা দিলে তৈরি হতে পারত সুযোগের, কিন্তু তার বাঁ পায়ের দুর্বল শট লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে যায় বাইরে।
৬৩ মিনিটে জর্ডান বসের ক্রস থেকে ইয়েঙ্গি হেড করে গোল করে ব্যবধান বাড়ান। বাংলাদেশ যদিও দাবি করেছিল, গোলের সময় ফাউল করা হয়েছে। এই অর্ধের ৭২ মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। কিন্তু মোরসালিন আর রাকিব দু একবার ঝলক ছাড়া কিছু করতে পারেননি। সব মিলে অস্ট্রেলিয়ার জণ্য নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশ পেয়েছে অনেক বেশি ব্যবধানে এগিয়ে থাকা দেশের সাথে তুলনামূলক সম্মানজনক জয়।