• ইউরো ২০২৪
  • " />

     

    ইউরো গ্রুপ সি: সহজ গ্রুপে ইংল্যান্ড?

    ইউরো গ্রুপ সি: সহজ গ্রুপে ইংল্যান্ড?    

    ইংল্যান্ড 

    র‍্যাংকিং ৪   

    সেই ১৯৬৬ সালের পর প্রতিবারই ‘ইটস কামিং হোম’ ধ্বনি তোলা ইংল্যান্ডের কাছে বড় শিরোপা হয়ে থেকেছে মরীচিকা। তবে কাগজে কলমে এবারের ইংল্যান্ড দলটা ইউরোর অন্যতম ফেবারিট, সব পজিশনেই একাধিক বিশ্বমানের খেলোয়াড় আছে তাদের।

    সাম্প্রতিক ফর্ম খারাপ না, কিন্তু মেসিডোনিয়ার সাথে ড্র ও আইসল্যান্ডের কাছে হারকে অশনী সংকেত হিসেবে দেখছে ব্রিটিশ গণমাধ্যম।  

    শক্তি 

    চ্যাম্পিয়নস লিগ জয়ী জুড বেলিংহাম ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তি। মিডফিল্ডে বড় ভরসা আর্সেনালের ডেকলান রাইসও। ইংল্যান্ডের ফরোয়ার্ড পজিশনে নামগুলো খেয়াল করুন- কেইন, ফোডেন, সাকা, পালমা; সবাই নিজেদের ক্লাবের হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছেন। আক্রমণভাগে ইংল্যান্ডের এত ইনফর্ম প্লেয়ার এর আগে এসেছে কি না সন্দেহ আছে। 

    দুর্বলতা 

    তাদের একমাত্র স্বীকৃত লেফট ব্যাক লুক শ এখনো পুরোপুরি ফিট নন। এই পজিশনে ট্রিপিয়ের বা গোমেজ কেমন করবেন, তা বড় প্রশ্ন। হ্যারি ম্যাগুয়ের না থাকায় জন স্টোনসের পার্টনার কে হবেন, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

    কোচ 

    ইংল্যান্ডকে সর্বশেষ তিনটি বড় আসরের অন্তত কোয়ার্টার পর্যন্ত নিয়ে গেছেন গ্যারেথ সাউথগেট, সর্বশেষ ইউরো তো ফাইনালেই গিয়েছিলেন। এবারও তিনিই ইংল্যান্ডের স্বপ্নসারথী। 

     

    ডেনমার্ক

    র‍্যাংকিং ২১  

    ১৯৯২ সালের ইউরো চ্যাম্পিয়ন এবার ইউরোতে যাচ্ছে সর্বশেষ আসরে সেমিফাইনালে যাওয়ার স্মৃতি নিয়ে। গত ১০ ম্যাচে মাত্র একটি ম্যাচে হেরেছে তারা, সেটি নর্দার্ন আয়ারল্যান্ডের কাছে।

    শক্তি 

    ডিফেন্সে অভিজ্ঞ সিমন কিয়ের এবং বার্সেলোনা সেন্টার ব্যাক আন্দ্রেস ক্রিস্টিয়েনসেন তাদের বড় শক্তি। ফরওয়ার্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের রাসমুস হইলুন দেশের হয়ে এর মধ্যে দারুণ শুরু করেছেন। সেটা নিয়ে যেতে চাইবেন ইউরোতে। 

    দুর্বলতা 
     
    ডেনমার্কের এই দলের মধ্যমাঠে ক্রিশ্চিয়ান এরিকসেন-পিয়েরে এমিল হবিয়া তাদের সেরা সময় পেছনে ফেলে এসেছেন। প্রশ্ন আছে কোচ ক্যাসপার হুলমান্ডের ট্যাকটিকস নিয়েও। 

    কোচ 
    এইবার ইউরো নিয়ে এটা হবে ডেনমার্কের কোচ হিসেবে ক্যাসপার হুলমান্ডের তৃতীয় মেজর টুর্নামেন্ট। কোচ হিসেবে শতকরা ৬৩ ভাগ জয় বলে দেয় তার অধীনে দল কতটা ভালো করেছে। 

     

    স্লোভেনিয়া

    র‍্যাংকিং ৫৭

    এর আগে একবারই ইউরোতে অংশগ্রহণ করেছে স্লোভেনিয়া, ২৪ বছর আগে। সেই আসরেও গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল তারা। ডেনমার্কের সমান পয়েন্ট নিয়ে বাছাইপর্ব পেরোনো স্লোভেনিয়া সাম্প্রতিক সময়ে হারিয়েছে রোনালদোর পর্তুগালকেও।

    শক্তি 

    এবারের ইউরোতে স্লোভেনিয়ার গোলপোস্ট সামলাবেন অ্যাটলেটিকো মাদ্রিদের ইয়ান ওব্লাক। এছাড়া, বিয়োল-ব্লাজিচের সেন্টার ব্যাকে জুটি রক্ষণে তাদের বড় শক্তি। সামনে লাইপজিগের বেঞ্জামিন সেস্কো ইউরোপের সবচেয়ে প্রমিজিং তরুণ স্ট্রাইকারদের একজন।

    দুর্বলতা  

    মধ্যমাঠে ভরসা করার মতো খুব বেশি খেলোয়াড় নেই তাদের। 

    কোচ 

    ২০১১ সালের পর পুনরায় দায়িত্ব নেওয়া স্লোভেনিয়ান কোচ মাতিয়াজ কেক আবারো দেশটিকে নিয়ে গেছেন তাদের দ্বিতীয় ইউরো কম্পিটিশনে। এবারের মৌসুম হবে তার জন্য “চান্স ফর রিডেম্পশন” ।  

     

    সার্বিয়া

    র‍্যাংকিং ৩৩  

    বিশ্বকাপে নিয়মিত হলেও ২০০৬ সালে ইউগোস্লাভিয়া থেকে ভাগ হওয়ার পর ইউরোতে এটাই সার্বিয়ার অভিষেক মৌসুম। ইউরো শুরুর আগে অস্ট্রিয়া, হাঙ্গেরি, রাশিয়ার মতো দলের সাথে কাছে হেরেছে। আবার জিতেছে সাইপ্রাস, মন্তেনেগ্রোর মতো তুলনামূলক নিচুসারির দলের সাথে। 

    শক্তি 

    সাবেক আয়াক্স মিডফিল্ডার দুসান তাদিচ এবং এই মৌসুমে সৌদি প্রো লিগ জেতা আল হিলালের  মিলিংকোভিচ সাভিচ তাদের মধ্যমাঠের মূল ভরসা। এছাড়া, নাম্বার নাইনে এবারের সৌদি লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা আলেকজান্ডার মিত্রোভিচ তাদের প্রথম পছন্দ। ব্যাক আপ স্ট্রাইকার ডুসান ভ্লাহোভিচও নিজেদের দিনে পার্থক্য গড়ে দিতে পারেন।

    দুর্বলতা 

    রক্ষণ তাদের জন্য মাথাব্যথার কারণ হতে পারে। সর্বশেষ ১০ ম্যাচে মোট ১৫ গোল হজম করেছে সার্বিয়া। 

    কোচ  

    সাবেক সার্বিয়ান কিংবদন্তি ফুটবলার ড্রাগান স্টো্যকোভিচের হাত ধরেই ইউরোতে অভিষেক হতে যাচ্ছে সার্বিয়ার। তার অধীনেই ২০২২ সালে বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল সার্বিয়া।