• টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • " />

     

    নেপালের কাছে হেরেও যেভাবে সুপার এইটে যেতে পারে বাংলাদেশ

    নেপালের কাছে হেরেও যেভাবে সুপার এইটে যেতে পারে বাংলাদেশ    

    নেদারল্যান্ডসের সাথে জয়ের পর সুপার এইটে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ, তবে নিশ্চিত হয়নি এখনো। নেপালের বিপক্ষে ১৭ জুন ভোর সাড়ে পাঁচটায় জিতলেই সেটা নিশ্চিত হবে। সেই ম্যাচ হারলেও অবশ্য সুযোগ থাকছে বাংলাদেশের। 

    পয়েন্ট টেবিল থেকে পরিষ্কার, বাংলাদেশকে কোনো দল টপকে দুই নম্বরে যেতে পারছে না। শ্রীলংকা এর মধ্যেই বাদ, সুযোগ আছে কেবল নেদারল্যান্ডস ও নেপালের।বাংলাদেশ যদি নেপালের কাছে হারেও, নেদারল্যান্ডসের শ্রীলংকাকে হারাতেই হবে। আর যদি বাংলাদেশ হারে ও নেদারল্যান্ডস জিতে তাহলে কী হবে?

     রান রেটের দিক দিয়ে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে আছে। যদি নেদারল্যান্ডস শ্রীলংকার সাথে ১৫ রানের মতো ব্যবধানে জেতে, তাহলে বাংলাদেশ নেপালের কাছে ৩৭ রানের বড় ব্যবধানে না হারলেই সুপার এইটে চলে যাবে (ধরে নেওয়া হচ্ছে দুই দল ইনিংসের প্রথমে ১৬০ এর মতো রান করবে)।

    নেপালের অবশ্য কাগজে কলমে সুযোগ আছে, সেজন্য তাদের দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারাতে হবে।