যেভাবে পাকিস্তানের বিদায় ঘণ্টা বাজাল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে মজার ছলেই টেলিভিশনের অনুষ্ঠানে মোহাম্মদ হাফিজ বলেছিলেন, এই ক্রিকেটটাই এক জায়গা যেখানে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে হারাতে পারবে; সুযোগটা তাই কাজে লাগাতে। সেই যাত্রায় সুযোগ তো তারা কাজে লাগাতে পারেই নাই, উলটো এই যুক্তরাষ্ট্রই গ্রুপ রাউন্ডে পাকিস্তানকে বাড়ির টিকিট কেটে দিল। ফ্লোরিডায় আজ বৃষ্টিতে ভেসে গিয়েছে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ। আর তাতেই সুপার এইটে উঠে পাকিস্তানকে বিদায় জানিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের এই অর্জনকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই। পাকিস্তানকে সুযোগ তো তারা দেয়নি বটেই, নিজেদের কাজটাও তারা করেছে অবিশ্বাস্য দক্ষতার সাথে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত এক রান তাড়ায় এই ফরম্যাটের বিশ্ব মঞ্চে তাদের আগমনী বার্তাটা দিয়ে রেখেছিল মার্কিনীরা। অ্যারন জোনসের রেকর্ড গড়া ৯৪* রানের ইনিংসে কানাডাকে তাক লাগিয়ে দিয়ে যেন এটাই তারা জানিয়েছিল, এর আগের বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়টা তো কোনো ফ্লুক নয়ই, বরং এই বিশ্বকাপেও তারা কয়েকটা "অঘটন" ঘটিয়ে বসবে। সেটা করে দেখিয়েই সহ-আয়োজকরা সুপার এইটে। সেই সাথে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সরাসরি কোয়ালিফাই করেছে তারা।
যুক্তরাষ্ট্রের যত ম্যাচ
যুক্তরাষ্ট্র-কানাডা: যুক্তরাষ্ট্র ৭ উইকেটে জয়ী
যুক্তরাষ্ট্র-পাকিস্তান: সুপার ওভারে যুক্তরাষ্ট্র জয়ী
যুক্তরাষ্ট্র-ভারত: ভারত ৭ উইকেটে জয়ী
যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড: ম্যাচ পরিত্যক্ত
পাকিস্তানের যত ম্যাচ
যুক্তরাষ্ট্র-পাকিস্তান: সুপার ওভারে যুক্তরাষ্ট্র জয়ী
ভারত-পাকিস্তান: ভারত ৬ রানে জয়ী
কানাডা-পাকিস্তান: পাকিস্তান ৭ উইকেটের জয়ী