সেইন্ট ভিনসেন্টে নেপালের বোলারদের কাছে পর্যুদস্ত বাংলাদেশের ব্যাটিং লাইনআপ
গ্রুপ পর্ব, কিংসটাউন (টস - নেপাল/বোলিং)
বাংলাদেশ - ১০৬, ১৯.৩ ওভার (সাকিব ১৭, রিশাদ ১৩, মাহমুদউল্লাহ ১৩, কামি ২/১০, লামিছানে ২/১৭, পৌডেল ২/২০)
নেপালের বোলিং আক্রমণের যেন আজ কোনো জবাবই জানা ছিল না বাংলাদেশের ব্যাটিং লাইনআপের। এবারের আসরে আজ সবচেয়ে বেশি বলে বাঁক দেখা গিয়েছে। সেটার সুযোগ নিয়েই স্পিনাররা ছড়ি ঘুরিয়েছেন; সাথে পেসার সোমপাল কামিও বাংলাদেশকে পাওয়ারপ্লেতে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন। সব মিলিয়ে বাংলাদেশের স্বীকৃত ব্যাটারদের নিয়ে আজ যেন ছেলেখেলা করল নেপাল বোলাররা। শেষ দুই জুটিতে ৩১ রান তুলে কোনোমতে শতরান পার করে লড়াইয়ের সুযোগ তৈরি করেছে বাংলাদেশ।