সেমিতে ওঠার জন্য কী করতে হবে ও. ইন্ডিজ, ইংল্যান্ড বা দ. আফ্রিকাকে?
সুপার এইটের গ্রুপ বি এখন জমজমাট। যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নেওয়ার পর এই গ্রুপে এখন সেমির দৌড়ে টিকে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু কাকে কী করতে হবে এখন?
পয়েন্ট টেবিলে ইংল্যান্ড তিন নম্বরে থাকলেও তাদের কাজটা সবচেয়ে সহজ। পরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারালে তাদের সেমি প্রায় নিশ্চিত। তখন তাদের পয়েন্ট হবে ৪ এবং রান রেটও বাড়বে। সেক্ষেত্রে যদি ওয়েস্ট ইন্ডিজ জেতে তাহলে তিন দলের পয়েন্ট হবে সমান। তখন রান রেটে ঠিক হবে। ইংল্যান্ডের রান রেট আফ্রিকার খুব কাছাকাছি। তাই ইংল্যান্ড মোটামুটি ব্যবধানে জিতলে ও আফ্রিকা হারলে প্রায় নিশ্চিতভাবে ইংল্যান্ড আফ্রিকার চেয়ে রান রেটে এগিয়ে যাবে। আর ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যেই এগিয়ে গেছে যুক্তরাষ্টকে বড় ব্যবধানে হারিয়ে। তাই তিন দলের পয়েন্ট সমান হলে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডই যাবে। অন্যদিকে আফ্রিকাকে যেতে হলে হারাতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। নইলে টানা ছয় ম্যাচ জিতেও বাদ পড়ে যেতে পারে সুপার এইট থেকে।