• ইউরো ২০২৪
  • " />

     

    নেদারল্যান্ডস-ফ্রান্সের ড্রতে কেমন হলো গ্রুপ ডি এর সমীকরণ

    নেদারল্যান্ডস-ফ্রান্সের ড্রতে কেমন হলো গ্রুপ ডি এর সমীকরণ    

    পোল্যান্ডকে অস্ট্রিয়া হারানোর পর এবং নেদারল্যান্ডস-ফ্রান্সের গোলশুন্য ড্রয়ের পর জমে গেছে গ্রুপ ডি। পয়েন্ট তালিকায় এই মুহূর্তে শীর্ষে আছে নেদারল্যান্দস, তবে ফ্রান্সের সাথে তাদের পয়েন্ট ও গোল ব্যবধান সমান। অস্ট্রিয়া আছে তিনে আর পোল্যান্ড চারে থেকে এর মধ্যে বিদায় নিয়েছে। 

    গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ফ্রান্স পোল্যান্ডকে ও নেদারল্যান্ডস অস্ট্রিয়াকে হারালে তারা দুই দলই যাবে পরের পর্বে। তখন পয়েন্ট সমান হওয়ায় গোল ব্যবধানে ঠিক হবে প্রথম বা দ্বিতীয়। এমনকি দুই দল নিজেদের শেষ ম্যাচ ড্র করলেও চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। এমনকি ফ্রান্স বা নেদারল্যান্ডস হেরে গেলেও পরের পর্বে যেতে হবে, তখন তিন নম্বর জায়গায় থেকে তাদের মিলতে পারে পরের রাউন্ডের টিকিট।

    অস্ট্রিয়া যদি নেদারল্যান্ডসকে হারায় তাহলে তারাও যাবে পরের রাউন্ডে। যদি ড্র করে বা হেরে তিনে থাকে তাহলেও তাদের তিন নম্বর দল হয়ে শেষ১৬তে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকবে।