বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন কোহলি-রোহিত
শেষ বলটা হতেই মাটিতে লুটিয়ে পড়লেন রোহিত শর্মা, ঘাসের চাদরে একের পর এক কিল-ঘুষি মেরে কী কী যেন বলছিলেন - হয়ত রাজ্যের সব ক্ষোভ, আক্ষেপ ঝাড়ছিলেন। এই মুহূর্তের জন্যই তো কত ত্যাগ-তিতিক্ষা! নিজের ব্যাটিং রেকর্ড নিয়ে পরোয়া করেন না বেশ কয়েক বছর। দলের জন্য নিজেকে ঢেলে সাজিয়েছেন। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। আর রোহিতের জন্য যার শেষটা হল শিরোপা দিয়ে, তিনি অন্যদিকে কাঁদতে কাঁদতে হয়রান। এরকম কোহলির দেখা মিলে কালেভদ্রে। মাটিতে লুটিয়ে সে কী কান্না! দুজনেই আসলে এমন একটা তথ্য জানতেন যা আর প্রায় কেউই জানতো না। ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে সেই খবর জানালেন কোহলি; আর সংবাদ সম্মেলনে জানালেন অধিনায়ক রোহিত। দুজনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির যথাক্রমে সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত। লম্বা সময় ধরে এই দুজনের মধ্যে এই জায়গাটা নিয়ে কাড়াকাড়ি হয়েছে। তবে রোহিত একটা জায়গায় অনন্য। দেশের হয়ে এই ফরম্যাটে ২০০ ছয় মারা একমাত্র ক্রিকেটার তিনি। আইসিসি ইভেন্টে বরাবরই উজ্জ্বল রোহিত এবারও ২৫৭ রান নিয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্যদিকে দুঃস্বপ্নের মতো এক আসর কাটাচ্ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। এই বিশ্বকাপের ইতিহাসেই একমাত্র ক্রিকেটার হিসেবে ২টি টুর্নামেন্ট সেরার পুরস্কার আছে তার। অথচ ফাইনালে চলে যাওয়া কোহলির না কি এবার কোনো ফিফটিও নেই। রোহিত তবুও বলে রেখেছিলেন, দেখেন ফাইনালের জন্য হয়ত তার রান জমা করা আছে। যেই বলা সেই কাজ - ঠিকই ৭৬ রানের ইনিংসে নিজের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা কোহলি।
সংবাদ সম্মেলনে গত কয়েক দিনের কষ্টটা স্পষ্ট করেই বললেন। তবে ঈশ্বরকেও ধন্যবাদ জানালেন, 'এই কিছুদিন আগেই দেখেন ব্যাটে কোনো রান ছিল না, আর আজ আমি চ্যাম্পিয়ন, ঈশ্বরকে ধন্যবাদ!' সিদ্ধান্তটা আগেই নিয়ে রেখেছিলেন, দলের সবাই নাকি জানতো। আজ ভারত না জিতলেও আর খেলতেন না এই ফরম্যাট। ভবিষ্যৎ প্রজন্ম, পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ যেটা কি না ভারত ও শ্রীলঙ্কাতে, সেটার জন্য নতুন উদ্যমে দল সাজাতেই জায়গা ছেড়ে দিতে দুবার ভাবেননি কোহলি।
ওপেনিং সঙ্গীর সাথে তাল মিলিয়ে সংবাদ সম্মেলনে এসে রোহিত জানালেন, এটা তারও শেষ ম্যাচ ছিল। বিশ্বকাপের জন্য তীব্র আকাঙ্ক্ষাটা মিটে গেছে তার। তাই আর এই ফরম্যাট থেকে কিছু পাওয়ার নেই, 'এই শিরোপার জন্য আমি আসলে অধীর আগ্রহে ছিলাম। বলে বুঝাতে পারব না কতটা আবেগতাড়িত হয়ে গিয়েছিলাম। শেষমেশ যে বাধা পেরিয়ে শিরোপাটা হাতে পেলাম তাতেই আমি খুশি।'
এখন পর্যন্ত সব টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা রোহিত ক্যারিয়ারের ইতি টানছেন ১৫৯ ম্যাচে ৪২৩১ রান করে। সেই সাথে এই ফরম্যাটে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরির মালিক তিনি। অন্যদিকে ১২৫ ম্যাচে ৪১৮৮ রান নিয়ে অবসরে যাচ্ছেন কোহলি। এই ফরম্যাটে সর্বোচ্চ ম্যাচ সেরার পুরস্কার আছে তার ঝুলিতে (১৬)।