বিশ্বকাপ সেরা একাদশে ভারতের ছয়, আর কারা জায়গা পেলেন?
ভারতের শিরোপা জয় দিয়ে শেষ হলো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনালের পর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। পারফরম্যান্স আর ইমপ্যাক্টের বিচারে সেখানে জায়গা পেয়েছেন ভারতের ছয়জন, আফগানিস্তানের তিনজন ক্রিকেটার। বাকি দুইজন ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন এক প্রোটিয়া ক্রিকেটার।
রোহিত শর্মা (অধিনায়ক)
ম্যাচ : ৮
ইনিংস : ৮
রান : ২৫৭
গড় : ৩৬.৭১
স্ট্রাইকরেট : ১৫৬.৭০
রহমানউল্লাহ্ গুরবাজ
ম্যাচ : ৭
ইনিংস : ৭
রান : ২৮১
গড় : ৩৫.১২
স্ট্রাইকরেট : ১২৪.৩৩
নিকোলাস পুরান
ম্যাচ : ৭
ইনিংস : ৭
রান : ২২৮
গড় : ৩৮.০০
স্ট্রাইকরেট : ১৪৬.১৫
সূর্যকুমার যাদব
ম্যাচ : ৮
ইনিংস ; ৮
রান : ১৯৯
গড় : ২৮.৪২
স্ট্রাইকরেট : ১৩৫.৩৭
মার্কাস স্টয়নিস
ম্যাচ : ৭
ইনিংস ; ৫
রান : ১৬৯
গড় : ৪২.২৫
স্ট্রাইকরেট : ১৬৪.০৭
উইকেট : ১০
বোলিং গড় : ১৫.১০
হার্দিক পান্ডিয়া
ম্যাচ : ৮
ইনিংস ; ৬
রান : ১৪৪
গড় : ৪৮.০০
স্ট্রাইকরেট : ১৫১.৫৭
উইকেট : ১১
বোলিং গড় :১৭.৩৬
অক্ষর প্যাটেল
ম্যাচ : ৮
ইনিংস ; ৫
রান : ৯২
গড় : ২৩.০০
স্ট্রাইকরেট : ১৩৯.৩৯
উইকেট : ৯
বোলিং গড় : ১৯.২২
রশিদ খান
ম্যাচ : ৮
ইনিংস ; ৭
রান : ৫৭
গড় : ১১.৪০
স্ট্রাইকরেট : ১২৩.৯১
উইকেট : ১৪
বোলিং গড় :১২.৭৮
জাসপ্রিত বুমরাহ
ম্যাচ : ৮
উইকেট : ১৫
বোলিং গড় : ৮.২৬
ইকোনমি : ৪.১৭
আর্শদীপ সিং
ম্যাচ : ৮
উইকেট : ১৭
বোলিং গড় : ১২.৬৪
ইকোনমি : ৭.১৬
ফজলহক ফারুকী
ম্যাচ : ৮
উইকেট : ১৭
বোলিং গড় : ৯.৪১
ইকোনমি : ৬.৩১
আইনরিখ নরকিয়া (দ্বাদশ ক্রিকেটার)
ম্যাচ : ৯
উইকেট : ১৫
বোলিং গড় : ১৩.৪০
ইকোনমি : ৫.৭৪