ইকুয়েডরের বিপক্ষে খেলতে পারবেন মেসি?
চোটের কারণে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচটা খেলতে পারেননি; চোট কাটিয়ে গতকাল অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। তবে ম্যাচ ফিটনেস সময়মত ফিরে পাবেন কি না তা নিয়ে আছে প্রশ্ন। তাই ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামা এখনও অনিশ্চিত তার জন্য।
অন্যদিকে আর্জেন্টাইন সাংবাদিক গাস্তোন এদুলের বদৌলতে জানা গিয়েছে, মেসি বা আনহেল ডি মারিয়ার যেকোনো একজনকে রাখা হবে প্রথম একাদশে। মূলত কোয়ার্টার ফাইনালে কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি। দলের দুই তারকাকে ইনজুরি থেকে আগলে রাখতেই এমন সিদ্ধান্ত নিতে পারেন তিনি।
পেরুর বিপক্ষে যে ইনজুরির কারণে মেসি খেলেননি, সেই জায়গায় আগের ম্যাচেও কিছুটা ভুগেছেন। মুন্ডো আলবিসেলেস্তে জানাচ্ছে, মেসি যদি কোয়ার্টার ফাইনালে খেলেনও সেটাও খেলবেন বদলি হিসেবে। প্রথম একাদশে তার থাকাটা একেবারেই অনিশ্চিত। তবে বেঞ্চ থেকে বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে হয়ত মাঠে নামবেন মেসি।