• ইউরো ২০২৪
  • " />

     

    উদযাপনের জন্য ইউয়েফার আতশ কাঁচের নিচে ডেমিরাল

    উদযাপনের জন্য ইউয়েফার আতশ কাঁচের নিচে ডেমিরাল    

    এই গত ম্যাচেই উদযাপনের জন্য ইউয়েফার তদন্তের সম্মুখীন হয়েছেন জুড বেলিংহাম। এবার সেই তোপের মুখে পড়লেন তুরস্কের মেরিহ ডেমিরাল। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তুরস্কের দুটো গোলই দিয়েছেন তিনি। তবে গোলের পর তিনি উগ্র জাতীয়তাবাদী অঙ্গভঙ্গি করেছেন, এমন অভিযোগের মুখে তাকে তদন্ত করবে ইউয়েফা।

    দ্বিতীয় গোলের পর হাত উঁচিয়ে উদযাপন করেছিলেন এই তুর্কি ডিফেন্ডার। ইউয়েফা ঘটনাটাকে 'অপ্রীতিকর ব্যবহার'-এর মধ্যে উল্লেখ করেই তদন্ত শুরু করেছে। এমনকি উদযাপনটা তুরস্কের এক উগ্রপন্থী দলের সাথে সম্পৃক্ত কি না সেটা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। উল্কু ওচাক্লারি নামের সেই সংগঠনটার প্রতীক হল ধুসর নেকড়ে। এই ধুসর নেকড়ের পন্থায় চলা দল ফ্রান্সে ইতিমধ্যে নিষিদ্ধ। অন্যদিকে অস্ট্রিয়াতে আবার এই দলের স্যালুট নিষিদ্ধ।

    ডেমিরাল বিপদে পড়েছেন এখানেই। ইউয়েফা ধারণা করছে হাত উঁচিয়ে ডেমিরাল এই ধুসর নেকড়ের প্রতীক দেখাতে চেয়েছেন। এমনটা হলে নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন তিনি। তুরস্কের পরবর্তী ম্যাচটা আবার নেদারল্যান্ডসের বিপক্ষে। সেখানে ডেমিরালকে না পেলে বিপদেও পড়তে পারে তুরস্ক।