কেন কুকুয়েরায় হ্যান্ডবল ইউয়েফার চোখে পেনাল্টি নয়?
ইউরোতে জার্মানি-স্পেন ম্যাচের অন্যতম আলোচনার বিষয় ছিল মার্ক কুকুরেয়ার হাতে লাগার পরেও পেনাল্টি না দেওয়া। এই সিদ্ধান্ত নিয়ে অনেক আ্লোচনা হয়েছে, তবে ইউয়েফা জানিয়েছে, তারা এই সিদ্ধান্তে সন্তুষ্ট।
ম্যাচের অতিরিক্ত সময়ে জামাল মুসিয়ালার শট হাতে লাগে স্পেনের কুকুরেয়ার। রেফারি অ্যান্থনি টেলর পেনাল্টি দেননি। পরে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জার্মান কোচ জুলিয়ান নাগেলস্মান বলেছেন, এটা পেনাল্টি ছিল।
কিন্তুইউয়েফা টুর্নামেন্ট শুরুর আগে রেফারিদের নির্দেশনা দিয়েছে, হাত যদি আনন্যাচারাল বা অস্বাভাবিক পজিশনে না থাকে তাহলে সেই হ্যান্ডবল পেনাল্টি দেওয়া যাবে না। কুকুরেয়ার হাত শরীরের দিকে নেমে আসছিল বলে ইউয়েফার নীতি অনুযায়ী এটা স্বাভাবিক পজিশনে ছিল। তাই এটা পেনাল্টি হিসেবে গণ্য না করা ইউয়েফার দৃষ্টিতে সঠিক সিদ্ধান্ত।