কোপা আমেরিকা থেকে বাদ পড়ায় ভিনিসিয়াসের ক্ষমা প্রার্থনা
কোপা আমেরিকায় এসেছিলেন দুর্দান্ত ফর্ম নিয়ে; অথচ ব্রাজিলের জার্সিতে বেশ নিষ্প্রভ এক আসর কাটিয়ে শেষমেশ দলের বিদায় দেখতে হয়েছে সাইডলাইনে বসে - অনুশোচনায় ভুগতে থাকা ভিনিসিয়াস জুনিয়র তাই ক্ষমা চেয়েছেন। সেই সাথে ব্রাজিলের বিদায়ের দায় মাথা পেতে নিচ্ছেন নিজের ওপরেই।
হলুদ কার্ড নিয়ে শঙ্কায় থাকার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই হলুদ কার্ড দেখে বসেন ভিনিসিয়াস। ফলস্বরূপ উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর খেলা হয়নি তার। তার বদলে খেলা এন্ড্রিক পুরো ম্যাচে গোল তো পাননি, উল্টো পুরো ম্যাচে পাস দিতে পেরেছেন মোটে একটি! সাইডলাইনে বসে দলের বিদায় দেখাটা তাই বেশ পোড়াচ্ছে ভিনিসিয়াসকে, "কোপা আমেরিকা শেষ হয়ে গিয়েছে; সময় এখন পেছনে ফিরে আসরটা নিয়ে ভাবার, এই হার থেকে শিক্ষা নেওয়ার। তবে আক্ষেপে পুড়তে হচ্ছে এই সময়টাতেও, পুড়তে হচ্ছে আবারও সেই পেনাল্টির কারণেই। দুটো হলুদ কার্ড দেখে ঝামেলাটা আসলে আমিই বাঁধিয়েছি, দুটোই এড়াতে পারতাম আমি। আবারও তাই সাইডলাইনে বসেই দলের বিদায় দেখতে হল। তবে এবার আমি মেনে নিচ্ছি - দোষটা আমার। সেটার জন্য আমি ক্ষমা চাইছি।"
এভাবে বিদায় মানতে যেন বেশ কষ্ট হচ্ছে তার। ইন্সটাগ্রামে বেশ লম্বা একটা পোস্টে তিনি আরও লিখেছেন, "সমালোচনা কীভাবে সইতে হয় সেটা আমার জানা আছে। আর এই সময়ে ঘরের থেকেই জোর সমালোচনা সইতে হবে।"
তবে ভিনিসিয়াস আশা হারাচ্ছেন না। পেছনের হতাশা পেছনেই ফেলে সামনে এগুতে চান নতুন আশা নিয়ে, "আমার সৌভাগ্যই বলতে হবে - আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের সবে তো শুরু। তাই আমার সকল সতীর্থকে সঙ্গী করে এই জাতীয় দলকে আবারও তার প্রাপ্য সম্মান, প্রাপ্য জায়গায় ফিরিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছি।" বড় অক্ষরে যেন সবাইকে সঙ্গী করে জোরেশোরেই ভিনিসিয়াস বলতে চেয়েছেন, "আমরা আবারও শীর্ষে ফিরবই! আমি আপনাদের ভালোবাসি। আমরা সবাই মিলেই এই পথ পাড়ি দিব।"
বিশ্বকাপ বাছাই পর্বে ষষ্ঠ স্থানে থাকা ব্রাজিলকে বিশ্বকাপে তোলাটাই আপাতত ভিনিসিয়াসের বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। সময়টাও হাতে বেশি নেই। দুই মাস পরেই আবার তাকে নামতে হচ্ছে এই পরীক্ষায়।