• কোপা আমেরিকা
  • " />

     

    কোপা আমেরিকার প্রাইজমানি কেমন

    কোপা আমেরিকার প্রাইজমানি কেমন    

    কোপা আমেরিকার ৪৭-তম আসর প্রায় শেষের পথে। টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা, সেই সাথে লিওনেল মেসিরা টানা তৃতীয় আন্তর্জাতিক শিরোপার সামনে। এবার যদি আলবিসেলেস্তেরা কোপা আমেরিকা জিততে পারে তাহলে ২০২১ আসরের চেয়ে প্রায় দ্বিগুণ অর্থ পাবে প্রাইজমানি হিসেবে। পুরস্কারের অংকটা এবার বাড়ার কারণ - কনমেবল ও কনক্যাকাফ এবার যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এবারের আসরে দলের সংখ্যা যেমন বেশি, খরচটাও তাই বেশি।

    অংশগ্রহণকারিদের জন্য এবার রেকর্ড ৭২ মিলিয়ন প্রাইজমানি বরাদ্দ থাকছে। শুধু অংশগ্রহণের জন্য প্রতি দল এবার পাচ্ছে ২ মিলিয়ন মার্কিন ডলার। সেই সাথে ২০২১ আসরে যেখানে বিজয়ী হিসেবে আর্জেন্টিনা পেয়েছিল ১০ মিলিয়ন মার্কিন ডলার, সেখানে এবার কোপা আমেরিকা জিতলে বিজয়ীরা পাচ্ছে ১৬ মিলিয়ন মার্কিন ডলার, সব মিলিয়ে যেটার অংক আসলে ২৩ মিলিয়ন মার্কিন ডলারে গিয়ে ঠেকছে।

    এক নজরে এবারের আসরে কোন পর্বে উত্তীর্ণ হওয়ার জন্য কোন দল কত প্রাইজমানি পাচ্ছে সেটাই দেখে নেওয়া যাক।

     

    পর্ব প্রাইজমানি (মার্কিন ডলার)
    শিরোপা জয়ী ১৬ মিলিয়ন
    রানার্স-আপ ৭ মিলিয়ন
    তৃতীয় স্থান ৫ মিলিয়ন
    চতুর্থ স্থান ৪ মিলিয়ন
    কোয়ার্টার ফাইনালিস্ট ১.৫ মিলিয়ন
    মোট ২৩ মিলিয়ন