• কোপা আমেরিকা
  • " />

     

    মাঠ-নিরাপত্তাহীনতা-অব্যবস্থাপনা : বিয়েলসা-স্কালোনিরা কে কী বলছেন?

    মাঠ-নিরাপত্তাহীনতা-অব্যবস্থাপনা : বিয়েলসা-স্কালোনিরা কে কী বলছেন?    

    অব্যবস্থাপনা, রেফারিং, মাঠ নিয়ে সমালোচনার কমতি ছিল না কোপা আমেরিকার এবারের আসরে। একাধিকবার এসব নিয়ে সরব হয়েছেন লিওনেল স্কালোনি, মার্সেলো বিয়েলসার মতো কোচরা। কিন্তু উরুগুয়ে-কলম্বিয়ার সেমিফাইনালের পর গ্যালারিতে কলম্বিয়ান দর্শকদের সাথে উরুগুয়ের মারামারির ঘটনা ছাপিয়ে গেছে বাকি সব কিছু। সেই ঘটনার পর বিয়েলসা তেমন কিছু না বললেও আজ সংবাদ সম্মেলনে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন। কানাডা কোচ জেসে মার্শ আয়োজকদের সোজাসুজি অপেশাদারই বলে বসেছেন। 

    উরুগুয়ে–কলম্বিয়া ম্যাচ শেষে গ্যালারিতে উপস্থিত কলম্বিয়ার দর্শকদের সঙ্গে উরুগুয়ের খেলোয়াড়দের মারামারির ঘটনাই উস্কে দিয়েছে সমালোচনার আগুন। এই ঘটনার তদন্তে নেমেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। সেই ঘটনার রেশ ধরে বিয়েলসা বলেছেন, 'আমি কেবল এতটুকু বলতে পারি, এমন পরিস্থিতিতে  ফুটবলাররাও আর দশটা মানুষের মতোই প্রতিক্রিয়া দেখিয়েছে।'

    নুনিয়েজদের এমন প্রতিক্রিয়ার নেপথ্যে ছিল গ্যালারিতে থাকা উরুগুইয়ান ফুটবলারদের পরিবারের সদস্যদের নিরাপত্তা ইস্যু। একই গ্যালারিতে পেছনের দিকে থাকা কলম্বিয়ান দর্শকদের একাংশ মাতাল হয়ে চড়াও হয়েছিলেন উরুগুইয়ান ফুটবলাদের পরিবারের সদস্যদের ওপর। সেই প্রসঙ্গে বিয়েলসা আরও বলেন, 'কেউ আপনার প্রেমিকা, বউ, বাচ্চাদ, মা'দের আক্রমণ করছে; এমন মুহুর্তে তারা আর কী করতে পারত?' 

    এখানেই শেষ নয়, সংবাদ সম্মেলনে রাগে ফুঁসতে থাকা বিয়েলসা ক্ষোভ উগড়েছেন সবকিছু নিয়েই। এর আগে মাঠ নিয়ে কথা বলেছিলেন স্কালোনি।

    একইদিনে কানাডা কোচ জেসে মার্শও প্রশ্নের মুখে পড়েছেন একই ইস্যুতে। বিয়েলসার সুরেই তিনি বলেছেন, 'ম্যাচের পর কী হয়েছে, তা আমি দেখেছি। আমরা কেউ খেলোয়াড়দের পরিবারকে এমন পরিস্থিতিতে দেখতে চাই না।’