ইউরো ২০২৪: সেরাদের পুরস্কার জিতলেন যারা
দেখতে দেখতে শেষ হয়ে গেল ইউরো। টানা দ্বিতীয়বার শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে এসে হৃদয় ভাঙল ইংলিশদের; আর অন্যদিকে রেকর্ড চতুর্থ ইউরো জিতল স্পেন। নিকো উইলিয়ামস ও মিকেল ওইয়ারজাবালের গোলে লুইস দে লা ফুয়েন্তের স্পেন যে শুধু শিরোপা জিতেছে তাই নয়, ইতিহাসের প্রথম দল হিসেবে টানা সাত ম্যাচ জেতার রেকর্ড গড়েই ইউরো জিতেছে তারা। ইউরোর পুরস্কারগুলোতেই তাই স্বাভাবিকভাবেই স্প্যানিশদের ছড়াছড়ি। এক নজরে দেখে আসা যাক সেই তালিকা।
চ্যাম্পিয়ন: স্পেন
প্লেয়ার অফ দ্য ফাইনাল: নিকো উইলিয়ামস
ইয়াং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: লামিন ইয়ামাল
গোল: ১
অ্যাসিস্ট: ৪ (টুর্নামেন্ট সর্বোচ্চ)
সফল ড্রিবল: ৩২ (টুর্নামেন্ট সর্বোচ্চ)
ম্যান অফ দ্য টুর্নামেন্ট: রদ্রি
গোল: ১
অ্যাসিস্ট: ০
পাসিং অ্যাকিউরেসি: ৯২.৮৪%
গোল্ডেন বুট: হ্যারি কেইন, দানি অলমো, ইভান শ্রাঞ্জ, জর্জেস মিকাউতাদজে, জামাল মুসিয়ালা, কোডি গাকপো (৩ গোল)