দলবদলের বাজারে গত এক সপ্তাহে যা যা ঘটল...
ইউরো ও কোপা আমেরিকা শেষে পুরোপুরি জমে উঠেছে ইউরোপিয়ান ফুটবলের দলবদল বাজার। গত এক সপ্তাহে শীর্ষ ক্লাবগুলোর সব ট্রান্সফার আপডেট দিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন-
আর্সেনাল
রিকার্দো কালাফিওরি: বোলোনিয়া সেন্টার-ব্যাককে ৪০ মিলিয়ন ইউরোয় (সাথে সম্ভাব্য ৫ মিলিয়ন অ্যাড-অন) দলে ভিড়িয়েছে আর্সেনাল।
এমিল স্মিথ রো: ক্লাব ছাড়তে পারেন এই তরুণ মিডফিল্ডার। ৩৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে ফুলহাম।
ম্যান ইউনাইটেড
লেনি ইয়োরো: রিয়াল মাদ্রিদ আগ্রহ দেখালেও ৬২ মিলিয়ন ইউরোয় এই লিল ডিফেন্ডারকে দলে ভিড়িয়েছে ইউনাইটেড।
ম্যানুয়েল উগার্তে: ব্যক্তিগত চুক্তিতে সমঝোতায় আসার পর এই মিডফিল্ডারকে আনতে পিএসজির সঙ্গে আলোচনা চলমান ইউনাইটেডের।
সোফিয়ান আমরাবাত: লোন থেকে স্থায়ীভাবে মিডফিল্ডারকে সাইন করতে চায় ইউনাইটেড। তবে ফিওরেন্তিনার দেওয়া ২০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করবে না তারা। আলোচনা চলমান।
ম্যাথিয়াস ডি লিট: বায়ার্ন মিউনিখ ডিফেন্ডারের সাথেও আলোচনা চলমান।
রাফায়েল ভারান: ফ্রি এজেন্ট হিসেবে নবাগত সিরি আ ক্লাব কোমোতে যোগ দিয়েছেন ভারান।
ম্যাসন গ্রিনউড: ২৬ মিলিয়ন ইউরোয় এই উইঙ্গারকে সাইন করেছে ফরাসি ক্লাব মার্সেই।
অ্যাস্টন ভিলা
আমাদো ওনানা: এভারটন মিডফিল্ডারকে ৫০ মিলিয়ন ইউরোয় দলে ভিড়িয়েছে ভিলা।
জোয়াও ফেলিক্স: অ্যাটলেটিকো মাদ্রিদ ফরওয়ার্ডের সঙ্গে আলোচনা চলমান।
ঝন ডুরান: ওয়েস্ট হামের সঙ্গে আলোচনা চলমান।
মুসা ডিয়াবি: ৬০ মিলিয়ন ইউরোতে এই ভিলা ফরওয়ার্ডকে সাইন করেছে সৌদি ক্লাব আল ইত্তিহাদ।
চেলসি
ফিলিপ ইয়োর্গেনসন: এই ড্যানিশ গোলরক্ষকের জন্য ভিয়ারিয়ালের কাছে ২০ মিলিয়ন ইউরোর প্রথম বিড পাঠিয়েছে চেলসি।
ম্যান সিটি
এডারসন: সৌদি ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে ব্যক্তিগত চুক্তিতে সমঝোতায় এসেছেন সিটি গোলরক্ষক এডারসন। ট্রান্সফার ফি হিসেবে ৫০-৬০ মিলিয়ন ইউরো চাইছে তারা।
এসি মিলান
আলভারো মোরাতা: ১৩ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করে অ্যাটলেটিকো মাদ্রিদ ফরওয়ার্ডকে সাইন করেছে এসি মিলান।
নাপোলি
রোমেলু লুকাকু: আন্তোনিয়ো কন্তের ক্লাবে যোগ দিতে যাচ্ছেন লুকাকু। ব্যক্তিগত চুক্তিতে ইতোমধ্যে সায় দিয়েছেন। দুই ক্লাবের মধ্যে আলোচনা চলমান।
পিএসজি
ভিক্টর ওসিমহেন: ক্লাব ছাড়বেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। পিএসজি বর্তমানে ফ্রন্টরানার। তবে নাপোলির ১২০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করতে নারাজ তারা। মিডফিল্ডার ক্যাং ইন লিকে এই ট্রান্সফার ডিলে অন্তর্ভুক্ত করতে নাপোলির আনা প্রস্তাবেও নারাজ তারা।
ডেসাইর দু: এই রেনে মিডফিল্ডারের জন্য ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে পিএসজি। বায়ার্নও দুটা বিড পাঠিয়েছে।
হোয়াও নেভেস: ম্যানুয়েল উগার্তেকে বিক্রি করে এই বেনফিকা মিডফিল্ডারকে দলে ভেড়াতে চাইছে পিএসজি। আলোচনা চলমান।
লাইপজিগ
জাভি সিমন্স: এই ডাচ মিডফিল্ডারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বায়ার্ন ও লাইপজিগ। পিএসজি শুধু লোনে ছাড়তে রাজি, এই ব্যাপারে লাইপজিগের সঙ্গে একটি ডিলে সবুজ সংকেতও দিয়েছে তারা।
বরুশিয়া ডর্টমুন্ড
সার্হো গুইরাসি: স্টুটগার্টের হয়ে গত মৌসুমে ৩০ গোল করা এই স্ট্রাইকারকে ১৭.৫ মিলিয়ন ইউরোয় দলে ভিড়িয়েছে ডর্টমুন্ড।
বায়ার্ন মিউনিখ
ফ্লোরিয়ান ভির্তজ: বায়ার্ন সভাপতি উলি হোয়েনেস প্রকাশ্যে এই মিডফিল্ডারের ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছেন। লেভারকুসেনের সঙ্গে বায়ার্নের আলোচনা চলমান।
বার্সেলোনা
নিকো উইলিয়ামস: ইউরোজয়ী উইঙ্গারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। ব্যক্তিগত চুক্তি হয়ে গেলে লা লিগার এফএফপির দিকেও তাকিয়ে থাকতে হবে বার্সার।
অ্যাটলেটিকো মাদ্রিদ
আরতেম দভিক: জিরোনার হয়ে গত মৌসুমে ২৪ গোল করা এই ইউক্রেনীয় স্ট্রাইকারের জন্য ৪০ মিলিয়ন ইউরো ফি (রিলিজ ক্লজ) দিতে প্রস্তুত অ্যাটলেটিকো মাদ্রিদ।