• Other
  • " />

     

    মরক্কো ম্যাচের হতাশা ঝেড়ে ইরাকের বিপক্ষে আর্জেন্টিনার জয়

    মরক্কো ম্যাচের হতাশা ঝেড়ে ইরাকের বিপক্ষে আর্জেন্টিনার জয়    

    আর্জেন্টিনা ৩-১ ইরাক


     

    মরক্কো ম্যাচ নিয়ে আর্জেন্টিনা শিবিরে অস্বস্তির সীমা নেই। আবেদন করেও ম্যাচের আর কোনো সুরাহা করা হয়নি তাদের। সেসব পেছনে ফেলে কোনো সুযোগ না রেখে ইরাককে সহজেই হারাল হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা

    থিয়াগো আলমাদার গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। লম্বা বলটা বুকের ছোঁয়ার আলতো করে হুলিয়ান আলভারেজ নামিয়ে দেন আলমাদার উদ্দেশ্যে। সেখান থেকে লক্ষ্যভেদে ভুল করেননি আলমাদা। এরপর আর্জেন্টাইনরা আরও চেপে বসলে সেটার সুযোগ নিয়ে প্রতি আক্রমণ থেকে প্রায় গোল পেয়েই যাচ্ছিল ইরাক। তবে জেরোনিমো রুলি বাধা হয়ে দাঁড়ানোয় ঘটেনি কোনো বিপত্তি। ৩৯ মিনিটের মাথায় আলমাদা দ্বিতীয় গোল পেয়ে যেতে পারতেন; তবে সেবার তাকে হতাশ করে গোলবার। উলটো যোগ করা সময়ে লাফিয়ে উঠে হেডে রুলিকে পরাস্ত করে জালে বল জড়ান আয়মেন হুসেইন।

    দ্বিতীয়ার্ধ থেকে দুই দল সাবধানে খেলতে থাকলেও ইরাকের দুটো বদলির পিঠে সাথে সাথে গোল পেয়ে যায় আর্জেন্টাইনরা। বাঁ প্রান্ত দিয়ে জোনোন বেরিয়ে গিয়ে মাঝে ক্রস বাড়ালে সেখান থেকে হেডে দ্বিতীয় গোল এনে দেন আর্জেন্টিনার লুসিয়ানো গন্দু। এরপর থেকে সাঁড়াশি আক্রমণ করে আর্জেন্টিনা একেবারেই ব্যতিব্যস্ত করে রেখেছিল ইরাকের রক্ষণভাগ। ৭৯ মিনিটে তো পরপর দুটো হেড থেকেও গোল পায়নি তারা। তবে পাঁচ মিনিট পরে আবারও গোলের ত্রাতা জোনোন। সেই বাঁ প্রান্ত থেকেই অনেকগুলো পাসের পরিক্রমায় বল পেয়েই এজেকিয়েল ফার্নান্দেজের উদ্দেশ্যে পাস বাড়ালে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে পান তিনি। আর্জেন্টাইনরা পেয়ে যায় সহজ জয়।