• সিরি আ
  • " />

     

    "মিডিওকার" ভেনচুরাই ইতালির কোচ !

    "মিডিওকার" ভেনচুরাই ইতালির কোচ !    

    আন্তোনিও কন্তে বিদায় নিচ্ছেন, সেটা আগেই জানা হয়ে গিয়েছিল। ইতালির নতুন কোচ দায়িত্ব পেলেন ৬৮ বছর বয়সী জিয়ামপাওলো ভেনচুরা। ইউরোর পরেই কিয়েলিনিদের দায়িত্ব নেবেন সিরি আর ক্লাব তুরিনোর এই কোচ।

     

    নামটা শুনে একটু ভুরু কুঁচকে যেতেই পারে, এই ভেনচুরা আবার কে? যাওয়ারই কথা, কারণ ক্যারিয়ারে সেই অর্থে বড় কোনো ক্লাবের কোচ ছিলেন না। কোচ হিসেবে এমন কোনো সাফল্যও নেই। সিরি-আ জেতা দূরে থাক, সিরি বি-ই জেতেননি কখনো। এমনকি ইতালিয়ান কাপ বা অন্য কোনো শিরোপাও জেতাতে পারেননি। সর্বোচ্চ সাফল্য বলতে লেচ্চের তৃতীয় বিভাগ সিরি সি জয়, তাও সেই ১৯৯৫-৯৬ সালে। সিরি-আ তে সবচেয়ে ভালো ফলাফল তুরিনোকে সাতে নিয়ে আসা।

     

    তাহলে ভেনচুরাকে ইতালির দায়িত্ব দেওয়া হলো কেন? বড় কোনো সাফল্য না পেলেও সিরি-আ তে তিন দশক থেকে কাজ করছেন ভেনচুরা। তবে তুরিনোর কোচের দায়িত্ব নিয়েই মূলত পাদপ্রদীপে এসেছেন। গত পাঁচ বছরে তুরিনোর খোলনলচে অনেকটাই বদলে দিয়েছেন। সিরি বি থেকে এ তে নিয়ে এসেছেন। মাতেও ডারমিয়ান, সিরো ইমমোবিলে, অ্যালসিও সেরসির মতো খেলোয়াড়দের বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দিয়েছেন। গত বছর জুভেন্টাসকে হারিয়ে ২০ বছরের মধ্যে প্রথম ডার্বি জয়ের স্বাদ পেয়েছে তুরিনো। ১৯৭৪ সালে বারনারডিনির পর ভেনচুরাই ইতালির সবচেয়ে বুড়ো কোচ। তুরিনোর বুড়ো হাড়ের ভেলকিটা ইতালিতে দেখাতে পারবে কি না সেটা সময় হলেই জানা যাবে।